কেরিয়ার

রাজ্য সরকারের স্বপ্নের প্রকল্পে প্রচুর কর্মী নিয়োগ, ন্যূনতম যোগ্যতায় পাবেন সরকারি চাকরি

দেখে নিন এই আবেদন জানাতে হলে ন্যূনতম কোন কোন যোগ্যতা আপনার থাকতে হবে

Advertisement
Advertisement

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্পে এবারে রাজ্যজুড়ে বিশাল সংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হয়েছে এবং যদি আপনি এই রাজ্যের একজন স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে দুর্দান্ত চাকরির সুযোগ। রাজ্যের জেলা ভিডিও অফিসে এবারে কন্যাশ্রী প্রকল্পের আওতায় নিয়োগ করা হচ্ছে কর্মী। রাজ্যে স্থায়ী বাসিন্দা হলে পুরুষ এবং মহিলা যে কোন প্রার্থী এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। দিনের পর দিন পর্যাপ্ত এবং নিয়মিত নিয়োগের অভাবে রাজ্যে যেখানে দুর্বার আন্দোলনের সমস্যা বেড়ে চলেছে, সেখানেই এই নিয়োগের সুবর্ণ সুযোগ একেবারেই হাতছাড়া করবেন না।

Advertisement
Advertisement

সংস্থা এবং নিয়োগের স্থান

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তত্ত্বাবধানে রাজ্যের জেলা লেভেলে আয়োজিত হচ্ছে এই নিয়োগ। এর মধ্য দিয়ে কন্যাশ্রী প্রকল্পের আওতায় রাজ্যের বিডিও অফিসে কর্মী নিয়োগ করা হচ্ছে

Advertisement

পদের নাম

রাজ্যের এই সরকারি চাকরির নিয়োগের মধ্য দিয়ে মূলত রাজ্যের জেলা বিডিও অফিসের গ্রুপ সি কর্মী নিয়োগ করা হবে। এর মধ্যে প্রধানত ডাটা ম্যানেজার পদে নিয়োগ করা হবে।

Advertisement
Advertisement

কিভাবে আবেদন জানাবেন?

এর জন্য প্রথমে nadia.gov.in ওয়েবসাইটের রিক্রুটমেন্ট সেকশনে গিয়ে আবেদনপত্রের ফরম ডাউনলোড করতে হবে। এবং তারপর ফরম ডাউনলোড করে একটি সাদা কাগজের পেপারে প্রিন্ট আউট করতে হবে।

এরপরে নিজের যাবতীয় সকল তথ্য দিয়ে এই ফরম পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে নিজের নাম, বাবা অথবা স্বামীর নাম, শিক্ষাগত যোগ্যতা, বাড়ির ঠিকানা, কাস্ট ইত্যাদি। এখানে অবশ্যই মনে করে একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেইল আইডি দেবেন। তারপরে নিজের যাবতীয় শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট এবং অন্যান্য কিছু ডকুমেন্ট ভালো করে জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে আবেদনপত্রের সঙ্গে যোগ করে দিন।

এর সাথে নিজের একটি সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজ ফটো যুক্ত করবেন এবং একটি সিগনেচার করবেন। সবশেষে এই সমস্ত চিঠি একটি খামের মধ্যে ভরে কল্যাণী এসডিও অফিসের ২০৮ নম্বর রুমের ড্রপবক্সে আপনাকে ড্রপ করতে হবে। ৩ আগস্ট এর মধ্যে। ১১ জুলাই থেকে এই আবেদনপত্র গ্রহণ শুরু হয়ে গেছে এবং সকাল দশটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত এই ফর্ম জমা দেওয়া যাবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট

এই নিয়োগের আবেদন জানানোর জন্য যে সমস্ত ডকুমেন্ট আপনাকে সঙ্গে রাখতে হবে তার মধ্যে রয়েছে – বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড এবং বার্থ সার্টিফিকেট, নিজের সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট, যেমন মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট, উচ্চমাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট, স্নাতক পাসের সার্টিফিকেট। এছাড়াও লাগবে বাসিন্দার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড অথবা আধার কার্ড, নিজের কোন কাস্ট সার্টিফিকেট থাকলে সেটা এবং নিজের যদি কোন ওয়ার্ক এক্সপেরিয়েন্স সার্টিফিকেট থাকে তাহলে সেটা দিতে হবে।

কর্মী নিয়োগ প্রক্রিয়া

কয়েকটি খুবই সাধারণ ধাপের মধ্য দিয়ে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।

১. আবেদন জমা করার পরে প্রথমে প্রার্থীদের সট লিস্টিং এর মাধ্যমে বাছাই করে নিতে হবে।

২. তারপরে তাদের ডাকা হবে একটি সাধারণ লিখিত পরীক্ষার জন্য।

৩. এরপর যারা ভালোভাবে পাস করতে পারবেন তাদের একটি ইন্টারভিউ এর জন্য ডাকা হবে।

৪. এই ইন্টারভিউতে যারা ভালো পারফরমেন্স করবেন এবং যাদের পার্সোনালিটি টেস্ট ভালো যাবে, তাদের সার্বিকভাবে বাছাই করা হবে।

৫. এরপর প্রার্থীদের লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর, ইন্টারভিউ প্রাপ্ত নম্বর এবং একাডেমিক মার্কস এর নম্বরের উপর ভিত্তি করে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে।

৬. সবার শেষে এই মেরিট লিস্ট থেকে সরাসরি কর্মী পদে নিযুক্ত করা হবে প্রার্থীদের।

বয়স সীমা

যদি আপনাকে কন্যাশ্রী প্রকল্পের প্রকল্পে চাকরি করতে হয় তাহলে আপনার নূন্যতম বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ বয়সসীমা ৩৭ বছর।

মাসিক বেতন

কন্যাশ্রী প্রকল্পে নিয়োগের পর কর্মীদের মাসে ১১ হাজার টাকা করে বেতন দেওয়া হবে এবং সঙ্গেই কর্মীদের নানান সরকারি সুযোগ-সুবিধা দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা

আপনি যদি রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্পের নিয়োগের জন্য আবেদন জানাতে চান তাহলে আপনাকে যেকোনো একটি স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক পাস করে রাখতে হবে। উচ্চশিক্ষিত প্রার্থীরাও সমানভাবে আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।

Advertisement

Related Articles

Back to top button