ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

প্রতি মাসে বেকাররা পাচ্ছেন মাসে ৬ হাজার টাকা? বড় তথ্য দিয়েছে সরকার

টুইটে স্পষ্টভাবে লেখা আছে যে এই বার্তাটি ভুয়া এবং ভারত সরকার এই ধরনের কোনো স্কিম চালাচ্ছে না

Advertisement
Advertisement

দেশের সাধারণ নাগরিকদের জন্য কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্প পরিচালনা করছে। এই স্কিমের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই সুবিধাভোগীর অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করা হয় ভারত সরকারের তরফ থেকে। কিন্তু এই ধরনের সরকারি প্রকল্পের সঙ্গে জড়িত জালিয়াতির ঘটনাও বাড়ছে একই সাথে। সময়ে সময়ে সাইবার অপরাধীরা সরকারি প্রকল্পের অজুহাতে মেসেজ ভাইরাল করে সাধারণ মানুষকে ঠকানোর পরিকল্পনা করে। কিছু মেসেজে যেমন থাকে টাকার প্রলোভন আবার কিছু মেসেজে থাকে সরকারি চাকরির টোপ। এমনই একটি মেসেজ গত কয়েকদিন ধরে ভাইরাল হচ্ছে।

Advertisement
Advertisement

‘প্রধানমন্ত্রী বেরোজগারি ভাতা যোজনা’-এর অধীনে বেকার যুবকদের প্রতি মাসে সরকার কর্তৃক ৬,০০০ টাকা ভাতা দেওয়া হচ্ছে বলে দাবি করা হচ্ছে এই ভাইরাল মেসেজে। আর তার জন্য জমা করতে বলা হচ্ছে আপনার কিছু ব্যক্তিগত তথ্য। আপনার মোবাইলেও যদি এমন কোনো মেসেজ এসে থাকে, তাহলে সাবধান হওয়া দরকার। সরকারের পক্ষ থেকে টুইট করে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

হোয়াটসঅ্যাপে আসা এই বার্তায় দাবি করা হচ্ছে যে, মোদী সরকার প্রধানমন্ত্রী বেকার ভাতা প্রকল্পের অধীনে বেকার যুবকদের প্রতি মাসে ৬,০০০ টাকা ভাতা দিচ্ছে। এই স্কিমের জন্য নিবন্ধন শুরু হয়েছে বলেও বার্তায় দাবি করা হচ্ছে। আর এই মেসেজের সঙ্গেই আসছে একটি লিঙ্ক, যেখানে আপনাকে ক্লিক করতে বলা হচ্ছে। আর এখানেই আপনাকে ঠকানোর পরিকল্পনা তৈরি করে ফেলেছে জালিয়াতরা।

Advertisement
Advertisement

এই ভাইরাল মেসেজের সত্যতা যাচাই করে ভারতের সাধারণ মানুষকে সতর্ক করার লক্ষ্যে এগিয়ে এসেছে প্রেস ইনফরমেশন ব্যুরো বা PIB। নিজেদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে এই সম্পর্কিত তথ্য প্রকাশ করেছে PIB। পিআইবির টুইটে স্পষ্ট করা হয়েছে যে, সরকার এই ধরনের কোনো স্কিম এই মুহূর্তে চালাচ্ছে না। টুইটে স্পষ্ট করা হয়েছে, এই বার্তাটি ভুয়া এবং এই মেসেজে থাকা লিংক একেবারেই একটি জাল লিংক। সেই লিংকে ক্লিক করলে বা সেই জায়গায় নিজের ব্যক্তিগত তথ্য দিলে, আপনার সমস্যা হতে পারে। তাই এই ধরনের মেসেজের থেকে দূরেই থাকা ভালো। সেই সঙ্গে পিআইবির পক্ষ থেকেও আবেদন করা হয়, দয়া করে এ ধরনের মেসেজ ফরওয়ার্ড করবেন না।

Advertisement

Related Articles

Back to top button