নিউজরাজ্য

নিজের জন্য ১১ জন স্পেশাল অফিসার চান রাজ্যপাল জগদীশ ধনকড়

Advertisement
Advertisement

রাজ্যের সঙ্গে রাজ্যপালের সংঘাত লেগেই আছে। এরই মধ্যে রাজ্যপাল জগদীশ ধনকড় রাজভবনে কাজের গতি আনতে ১১ জন কর্মী ও অফিসার নিয়োগ করতে চান। আর এই কাজের জন্য তিনি কোনো সরকারি অফিসার দের নিয়োগ করতে চান না বলে জানিয়েছেন রাজ্যপাল। এই কাজের জন্য তিনি নিজেই অফিসারদের নিয়োগ করতে চান। রাজ্যপাল জানিয়েছেন তিনি যতদিন রাজভবনে কর্মরত থাকবেন ততদিনই এই কর্মীরা থাকবেন।

Advertisement
Advertisement

রাজ্যপালের এই প্রস্তাব নিয়ে রাজ্য সরকার এখনও কিছু বলেনি। সূত্রের খবর রাজ্যের এখন আর্থিক সঙ্কট চলছে, আর এই পরিস্থিতিতে রাজ্যপালের এই আবদার মেনে নেওয়া তাদের পক্ষে কতটা সম্ভব সেটা আলোচনার পরেই জানা যাবে। রাজ্যের তরফ থেকে জানানো হচ্ছে যে, রাজ্যপাল স্বাধীন ভাবে চাইলে তার ব্যক্তিগত স্টাফ নিয়োগ করতেই পারেন। পূর্বতন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী বা গোপালকৃষ্ণ গান্ধীরও এরকম স্টাফ ছিল। তবে তার কোনো বেতন রাজ্যকে দিতে হতনা।

Advertisement

রাজ্য সরকারের এক শীর্ষ কর্তার কথায়, বাইরে থেকে এমনভাবে একইসাথে ১১ জন অফিসার নিয়োগের প্রস্তাব আগে আসেনি। তাঁর আরও প্রশ্ন রাজ্যপাল কি রাজ্যের অফিসারদের উপর ভরসা করতে পারছেন না? যদিও এই বিষয়ে রাজভবন সূত্রে খবর রাজ্যপালের এক্তিয়ারের মধ্যে থেকেই রাজ্যকে প্রস্তাব পাঠানো হয়েছে। এর সঙ্গে অন্য কিছুর কোনো সম্পর্ক নেই।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button