দেশনিউজ

ভারতের ২৫ কোটি মানুষকে করোনার ভ্যাকসিন দেওয়া হবে ২০২১-এর মধ্যেই জনালো কেন্দ্রীয় সরকার

Advertisement
Advertisement

সারা দেশ এখন করোনার থাবায় কাবু। কবে বাজারে আসবে করোনা ভ্যাকসিন তা নিয়ে দিন গুনছে দেশের আপামর জনগন। তার মাঝেই সুখবর দিলো ভারত সরকার। ২০২১ সালের জুলাই মাসের মধ্যে দেশের প্রায় ২৫ কোটি মানুষকে করোনার টিকা দেওয়ার পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার৷

Advertisement
Advertisement

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছেন, প্রায় ৪০ থেকে ৫০ কোটি ভ্যাকসিনের ডোজ আসতে চলেছে সরকারের হাতে৷ সারা দেশ জুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। তার মাঝেই দেশে বিদেশে বিজ্ঞানীরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেখানে পিছিয়ে নেই ভারতের বিজ্ঞানীরাও। আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি এবার রাশিয়ার স্পুটনিক ভ্যাকসিন ভারতে আসবে বলে জানা যাচ্ছে।

Advertisement

জানা গিয়েছে সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে যাঁরা সামনের সারিতে থেকে করোনার বিরুদ্ধে লড়াই করছেন, তাদের আগে দেওয়া হবে করোনা ভ্যাকসিন আপাতত এমন সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার৷ ৪০০ থেকে ৫০০ মিলিয়ন ডোজ গ্রহণ এবং ব্যবহার নিশ্চিত করতে চাইছেন তাঁরা। ভারতের বিজ্ঞানীরাও করোনার টিকা আবিষ্কারের জন্য উঠেপড়ে লেগেছেন।

Advertisement
Advertisement

হর্ষ বর্ধন আরও জানিয়েছেন, ভারতীয় ভ্যাকসিন উৎপাদক সংস্থাগুলিকে সবরকম ভাবে সাহায্য করছে কেন্দ্রীয় সরকার৷ সবাই যাতে ভ্যাকসিন পায় সেই দিকেও নজর রাখা হচ্ছে। অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিশিল্ড ক্লিনিক্যাল ট্রায়ালের দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে রয়েছে৷ করোনার জেরে ভারতে সব থেকে বেশি আক্রান্তের সংখ্যা বেড়েছে মুম্বাই, অন্ধ্রপ্রদেশ, তানিলনাড়ু, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি। সব থেকে বশি এগিয়ে আছে মহারাষ্ট্র। সেখানে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৭,৪৮০ জনের।

Advertisement

Related Articles

Back to top button