সরকারি ব্যাঙ্ক তাদের খরচ কমানোর জন্য নানা পদক্ষেপ নিয়ে চলেছে। তারা এবার তাদের খরচ কমানোর জন্য একাধিক এটিএম বন্ধ করে দিয়েছে। এর মূল কারণ হিসেবে দেখানো হয়েছে যে শহরের মানুষ এখন অনেক বেশি ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবা ব্যবহার করে থাকে ৷ গত ১ বছরে ৬০০ ব্রাঞ্চ এবং মোট ৫৫০০ টি এটিএম বন্ধ করেছে ১০ টি সরকারি ব্যাংক। ৪২০ ব্যাঙ্কের শাথা ও ৭৬৮ এটিএম বন্ধ করে দিয়েছে দেশের সবচেয়ে বড় সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জুন ২০১৮ থেকে ২০১৯ এর মধ্যে। ব্যাঙ্ক অফ বরোদা ৪০ ব্রাঞ্চ ও ২৭৪ এটিএম বন্ধ করে দিয়েছে ৷ এই লিস্টে রয়েছে ইউনিয়ন ব্যাঙ্ক, এলাহাবাদ ব্যাঙ্ক, কানাড়া ব্যাংক, পাঞ্জাব নেশনাল ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক। তবে গ্রামীণ এলাকায় এটিএম বা ব্রাঞ্চ কমানো হচ্ছে না বলে জানা গিয়েছে ৷ একদিকে প্রাইভেট ব্যাঙ্কগুলি তাদের ব্যাঙ্কিং নেটওয়ার্ক আরও বিস্তারিত করার উপর নজর দিচ্ছে অন্যদিকে সরকারি ব্যাঙ্কগুলি তখন খরচ কমানোর জন্য এটিএম ও ব্যাঙ্কের শাখা কমানোর সিদ্ধান্ত নিয়েছে।
Related Articles
Bank Holiday: আগামীকাল বন্ধ থাকবে ব্যাংক পরিষেবা, জেনে নিন কেন ছুটি ঘোষণা করেছে RBI
December 11, 2024
Free Aadhaar Update: হাতে মাত্র ৪ দিন বাকি! তারপর আধার সম্পর্কিত কাজ করতে খরচ করতে হবে, জানুন বিস্তারিত
December 11, 2024