সিরিয়াল অনেকের কাছে একটা সময় কাটানোর মাধ্যম বলা যেতে পারে। বাংলা সিরিয়াল এখন বাঙালির প্রায় সব ঘরে ঘরে। এই সিরিয়াল দেখার মাধ্যমে তারা সময়টাকে উপভোগ করে। ঠিক তেমনি এই সিরিয়ালে যেসমস্ত শিল্পীরা অভিনয় করে তারা তাদের রোজগার টা করার জন্যই। কিন্তু তারা তাদের বকেয়া টাকা না পাওয়ায় কিছুদিন আগেই বাংলা সিরিয়াল কিছুদিন বন্ধ ছিল। আবারও শিল্পীদের বকেয়া টাকা না দেওয়ার অভিযোগ উঠল প্রযোজক সুব্রত রায়ের বিরুদ্ধে। এর ফলে ‘ করুণাময়ী রানী রাসমণি’, মা মনসা, ‘দেবী চৌধুরানী’, ‘তারাপীঠ’, ‘সৌদামিনীর সংসার’ এর মত ধারাবাহিকের শুটিং বন্ধ হয়ে গিয়েছে। সূত্রের খবর, শিল্পী ও কলাকুশলী মিলিয়ে প্রায় ১১ কোটি টাকার মতো পাওনা বাকি। কিন্তু এখনো কেউ টাকা পাইনি। ফলে বাংলা সিরিয়াল এর সম্প্রচার বন্ধ হয়ে যেতে পারে। যা শোনা মাত্রই চিন্তার ভাঁজ গ্রামের মহিলাদের কপালে। তাদের অধিকাংশ এর সন্ধ্যার সময় কাটে সিরিয়াল দেখার মাধ্যমেই। সিরিয়াল বন্ধ হয়ে গেলে তাদের বিনোদনের একটা রাস্তা বন্ধ হয়ে যাবে।