Gori Nagori: মঞ্চে হট ফিগার নিয়ে এমন নাচ করলেন গোরি নাগোরি, দেখে চমকে গেলেন মানুষ

Advertisement

Advertisement

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় প্রায়ই হরিয়ানভি ডান্সাররা ভাইরাল হচ্ছেন নিজেদের নাচের ভিডিওর সূত্র ধরেই। তাদের মধ্যে অন্যতম স্বপ্না চৌধুরী, থেকে থেকেই যার নাচের ভিডিও ভাইরাল হতে দেখা যায় নেটমাধ্যমে। আর সেইসমস্ত ভিডিওগুলি দেখার অপেক্ষায় থাকেন নেটদুনিয়ার দর্শকরাও। তবে সম্প্রতি স্বপ্না চৌধুরী নন, গোরি নাগোরির দুর্দান্ত নাচের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। আর সেই ভিডিওটি যে নেটিজেনরাও তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন, তা বলাই বাহুল্য।

Advertisement

এই মুহূর্তে হরিয়ানভি প্রথম সারির নৃত্যশিল্পীদের মধ্যে গোরি নাগোরি অন্যতম। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় তাকে চর্চায় থাকতে দেখা যায়। থেকে থেকেই তার নাচের ভিডিও ভাইরাল হয়। মঞ্চের পাশাপাশি একাধিক মিউজিক ভিডিওতেও দেখা মেলে তার। নিজের ইনস্টাগ্রামের সূত্রেও প্রায়ই চর্চিত হন একাংশের মাঝে। তবে সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে জোরদার ঠুমকার সহিত হরিয়ানভি গানেই মঞ্চ কাঁপিয়েছেন তিনি। উচ্ছ্বসিত হতে দেখা গিয়েছে উপস্থিত দর্শকদেরও। সকলের জন্য সেই ঝলক রইল আরো একবার।

Advertisement

গোরি নাগোরির সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটি তিনি নিজেই নিজের ইনস্টার পাতা থেকে শেয়ার করে নিয়েছেন। আপাতত, তার শেয়ার করা সেই রিলে অগণিত দর্শকদের সামনে তার পারফর্ম্যান্স যে সকলের মন জয় করে নিয়েছিল সেকথা আলাদাভাবে উল্লেখ না করলেও চলবে। ইতিমধ্যেই ৬৩ হাজারেরও বেশি মানুষের কাছে পৌঁছে গিয়েছে তার এই নাচের ঝলক। এদিন গোরি নাগোরিকে ডিপ নীল ঘাঘড়া-চোলিতেই দেখা গিয়েছে। তার দক্ষ নৃত্য পরিবেশনা যে আবারো একাংশের মাঝে তাকে প্রশংসা এনে দিয়েছে, তা বলাই বাহুল্য। অবশ্য তার একাধিক ঝলক রয়েছে শেয়ার করে নেওয়া রিল ভিডিওর কমেন্টবক্সেই। এই মুহূর্তে ‘গোরি নাচে নাগোরি নাচে’র তালে তাল মিলিয়েই সোশ্যাল মিডিয়ার পাতায় চর্চিত তিনি।

Advertisement