টেক বার্তা

প্রথমবারের মতো ভারতে এই প্রোডাক্ট লঞ্চ করতে চলেছে গুগল, লঞ্চের আগেই জেনে নিন দাম এবং ফিচার

ভারতে প্রথমবারের মতো এই বিশেষ স্মার্টওয়াচ লঞ্চ করতে চলেছে গুগল

Advertisement
Advertisement

৪ অক্টোবর মেড বাই গুগল ইভেন্টে প্রথমবারের মতো ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে তিনটি নতুন ডিভাইস। গুগল পিক্সেল৪, পিক্সেল ৪ প্রো এবং পিক্সেল ওয়াচ ২ একসাথে লঞ্চ করেছে কোম্পানিটি। বিশ্ব বাজারের সাথে এই প্রথমবার ভারতেও লঞ্চ করা হচ্ছে এই তিনটি ডিভাইস। ফ্লিপকার্টে ৫ অক্টোবর থেকে একচেটিয়াভাবে বিক্রি শুরু হবে পিক্সেল ওয়াচ ২ এর। একটি পোষ্টের মাধ্যমে সংস্থাটি জানিয়েছে, প্রথমবারের মতো ভারতের বাজারে এই ঘড়িটি লঞ্চ করবে গুগল। চলুন এই ঘড়ির কিছু বৈশিষ্ট্য এবং দাম জেনে নেওয়া যাক।

Advertisement
Advertisement

এই স্মার্টও আছে আপনারা পেয়ে যাবেন একটি ১.২ ইঞ্চি ওলেড ডিসপ্লে। এছাড়াও এই স্মার্টওয়াচে আপনারা পেয়ে যাবেন স্ন্যাপ ড্রাগন W5+ জেন ওয়ান প্রসেসর। চমৎকার পারফরমেন্সের জন্য এই স্মার্ট ওয়াচ আপনি ব্যবহার করতে পারেন। গুগলের নিজস্ব অপারেটিং সিস্টেমে এই স্মার্টওয়াচ কাজ করবে। গুগল পিক্সেল টু ঘড়িটিতে একটি ৩০৬mAh ব্যাটারি রয়েছে। অলওয়েস অন ডিসপ্লে আপনারা পাচ্ছেন এই স্মার্টওয়াচে। তার পাশাপাশি ২৪ ঘন্টার বেশি পাওয়ার ব্যাকআপ আপনারা পাবেন এই ঘড়িতে।

Advertisement

কোম্পানির তরফ থেকে এই স্মার্টওয়াচ এর দাম সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি। মনে করা হচ্ছে এর প্রথম প্রজন্মের মতোই একই দামে এর দ্বিতীয় প্রজন্মের ঘড়িটিকে লঞ্চ করা হবে। এই স্মার্টওয়াচের বেস মডেলের দাম হতে পারে ২৯ হাজার টাকা। অন্যদিকে এলটিই মডেলের জন্য আরও চার হাজার টাকা আপনাকে বেশি খরচ করতে হবে, অর্থাৎ সেক্ষেত্রে দাম হবে ৩৩ হাজার টাকা।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button