ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

এই রাজ্যের কর্মচারীদের জন্য সুখবর, দীপাবলিতে বাড়ল ৪ শতাংশ মহার্ঘ ভাতা

আপনাদের জানিয়ে রাখি কেন্দ্রীয় সরকার মহার্ঘ ভাতা বৃদ্ধি করার পরে অনেক রাজ্য তাদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে

Advertisement
Advertisement

সারা দেশ জুড়ে পালিত হচ্ছে দীপাবলীর উৎসব এবং ইতিমধ্যেই ভারতের প্রতিটি রাজ্যের মানুষজন এই উৎসব নিয়ে রীতিমতো আনন্দিত। শুরু হয়েছে ধনতেরাস থেকে এবং আগামী পাঁচ দিনের জন্য এই উৎসব চলবে সারা দেশে। তারই মধ্যে এবারে অরুণাচল প্রদেশ সরকারের তরফ থেকে এসে গেল একটা দারুন খবর। সম্প্রতি এই রাজ্য সরকার তাদের কর্মচারী এবং পেনশন ভোগীদের জন্য মহার্ঘ ভাতা চার শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এর মাধ্যমে এই তথ্য জানিয়েছেন। তিনি জানিয়েছেন, এবার থেকে অরুণাচল প্রদেশের সরকারি কর্মচারীরা আরো বেশি মহার্ঘ ভাতা পেয়ে যাবেন। খুব শীঘ্রই এই নতুন নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি।

Advertisement
Advertisement

তার পোস্টে তিনি লিখেছেন, “জুলাই থেকে এই মহার্ঘ ভাতা এবং DR ৪২ শতাংশ থেকে বাড়িয়ে ৪৬ শতাংশ করা হয়েছে। ১ জুলাই ২০২৩ থেকে ৩১ অক্টোবর ২০২৩ পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতা পুরোপুরি নগদে পরিশোধ করা হবে। আপনাদের সকলকে দীপাবলীর শুভেচ্ছা।” এছাড়া উপমুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী চুনা মেইন বলেছেন, বর্তমান বাজেট থেকে এই অতিরিক্ত মহার্ঘ ভাতার টাকা মিটানো হবে।

Advertisement

জানিয়ে রাখি, মহার্ঘ ভাতার এই সংশোধিত হার শুধুমাত্র নিয়মিত সরকারি কর্মচারীদের জন্যই প্রযোজ্য হবে। যারা ইতিমধ্যেই অবসর নিয়েছেন তাদের জন্য কিন্তু DR কার্যকর হবে বলে জানিয়েছে সরকার। রাজ্য সরকারের সমস্ত পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভীদের নতুন হারে DR দেবে সরকার। তবে শুধু অরুণাচল প্রদেশ নয়, কেন্দ্রীয় সরকার মহার্ঘ ভাতা বৃদ্ধি করার পর এখন পর্যন্ত অনেক রাজ্য এই একই সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি উত্তরপ্রদেশ হরিয়ানা উড়িষ্যার মতো রাজ্যগুলিও তাদের কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button