Today Trending Newsদেশনিউজরাজ্য

পুজোর মুখে সুখবর, ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই ব্যাঙ্ক – FIXED DEPOSIT

Advertisement
Advertisement

দরজায় কড়া নাড়ছে দুর্গাপূজা। আর কদিন পরেই আগমনী সুরে মেতে উঠবে সকলে। আর সেই পূজার মরসুমেই আইসিআইসিআই ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে বাড়ালো সুদের হার। এবার থেকে ১০ বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিটে সাধারণ নাগরিকরা ৭.১০ শতাংশ হারে সুদ পাবেন। তবে এই সুদের পরিমাণ প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে বেশ কিছুটা বেশিই হবে, ৭.৬০ শতাংশ।

Advertisement
Advertisement

ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে, সাধারণ গ্রাহকরা ৭ দিন থেকে শুরু করে ১০ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে যথাক্রমে সুদ পাবেন ৩ শতাংশ থেকে ৭.১০ শতাংশ হারে। এক্ষেত্রে যেহেতু প্রবীণ নাগরিকদের ফিক্সড ডিপোজিটে সুদের পরিমাণ বেশি, সেই কারণবশত তারা যথাক্রমে তাদের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ৩.৫০ শতাংশ থেকে ৭.৬০ শতাংশ হারে সুদ পাবেন। উল্লেখ্য ৫ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটে সাধারণ নাগরিকরা ৭ শতাংশ হারে এবং প্রবীণ নাগরিকরা ৭.৫০ শতাংশ হারে সুদ পাবেন। এগুলি ছাড়াও রয়েছে ১, ২, ৩, ৪ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিট। আর এক্ষেত্রে সুদের হার যথাক্রমে ৬.৭০, ৭.১০, ৭, ৭ শতাংশ থাকবে।

Advertisement

এনআরআইরাও আইসিআইসিআই ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটের জন্য অ্যাকাউন্ট খুলতে পারেন। এনারা এনআরও, এনআরই, আরএফসি ও এফসিএনআরের মতো ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে পারেন। এই ধরনের অ্যাকাউন্টে মার্কিন ডলার, ব্রিটিশ পাউন্ড স্টার্লিং, কানাডিয়ান ডলার, অস্ট্রেলিয়ান ডলার ও সিঙ্গাপুর ডলার জমা করার সুবিধা রয়েছে।

Advertisement
Advertisement

এনআরই, এনআরও এফডিতে সুদের পরিমাণ – ৭ থেকে ১৪ দিনের মেয়াদে ও ১৫ থেকে ২৯ দিনের মেয়াদে ৪.৭৫ শতাংশ শতাংশ হারে সুদ দিচ্ছে ব্যাঙ্ক। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রেও সুদের পরিমাণ অনেক বেশি। এছাড়াও ২, ৩, ৫, ১০ বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার যথাক্রমে ৭, ৬.৭৫, ৬.৭৫, ৬.৭৫ শতাংশ।

আইসিআইসিআই ব্যাঙ্কে ৫ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ৮০ সি-র আওতায় কর ছাড়ের সুবিধা পাবেন গ্রাহকরা। তবে এক্ষেত্রে এফডি থেকে পাওয়া সুদের পরিমাণ কিন্তু করযোগ্য। একটি আর্থিক বছরে গ্রাহকরা দেড় লক্ষ টাকা পর্যন্ত কর ছাড়ের দাবি করতে পারেন। এক্ষেত্রে ৫ বছরের মেয়াদ বাড়িয়ে ১০ বছর করা সম্ভব।

Advertisement

Related Articles

Back to top button