ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Gold Price Rate: সোনার দাম আকাশ ছুঁয়েছে , জেনে নিন ১০ গ্রাম সোনার দাম

আপনি যদি গয়না কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে কিন্তু এখন আপনার খরচ কিছুটা বেশি হবে

Advertisement
Advertisement

আজ অর্থাৎ পহেলা ফেব্রুয়ারি এই বছরের বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এটাই হতে চলেছে মোদি সরকারের বর্তমান মেয়াদের একেবারে শেষ বাজেট। অর্থনৈতিক কৃষক এবং নারী নিয়ে বাজেটে বেশকিছু প্রত্যাশা রয়েছে সাধারণ মানুষের। আর এবারের বাজেটে সেই প্রত্যাশার ছাপ পড়েছে। আর একইভাবে দাম বেড়েছে স্বর্ণ এবং রুপোর। আপনি যদি সোনা এবং রুপা এখন কিনতে চান অথবা আপনি সোনার বিনিয়োগ করতে চান তাহলে এই খবরটা আপনাকে আগে থেকে পড়ে রাখতে হবে। যারা এখন সোনা বিক্রির কথা ভাবছেন তাদের জন্য এটা কিন্তু একটা দারুণ সুযোগ। এখন সোনা বিক্রি করলে আপনি অনেক বেশি টাকা পাবেন আগের থেকে।

Advertisement
Advertisement

আজ আবার রেকর্ড দমের থেকে অনেকটা বেশি দামে বিক্রি হচ্ছে সোনা। বৃহস্পতিবার সোনা পৌঁছে গেছে সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে তে। ক্রমাগত বেড়েই চলেছে সোনার দাম। ১০ গ্রাম সোনার দাম ৬২ হাজার ৭৭৫ টাকা হয়ে গিয়েছে। এই মুহূর্তে ৯৯৯ বিশুদ্ধ ২৪ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম হয়েছে ৬২ হাজার ৬৭৫ টাকা। ৯৯৫ বিশুদ্ধতার প্রতি ১০ গ্রাম সোনার দাম হয়েছে ৬২৫২৪ টাকা। ২২ ক্যারেট অর্থাৎ ৯১৬ বিশুদ্ধতার সোনার দাম ১০ গ্রামে ৫৭৫০২ টাকা।

Advertisement

অন্যদিকে ৭৫০ বিশুদ্ধ আঠারো ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৪৭ হাজার ৮১ টাকা। ৫৮৫ বিশুদ্ধতার অর্থাৎ ১৪ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম ৩৬ হাজার ৭২৩ টাকা। অন্যদিকে আজ রুপোর দাম প্রতি কেজি ৭১ হাজার ১৫৩ টাকা। এই দাম ভারতের মোটামুটি প্রত্যেকটি রাজ্যেই একই রকম। কলকাতায় ২২ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম এখন ৫৮ হাজার টাকা। এবং ২৪ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম ৬৩ হাজার ২৭০ টাকা। ভারতের বাকি মেট্রো শহর গুলিতেও এই দাম একদম একই রকম। শুধুমাত্র চেন্নাইতে সোনা এবং রুপার দাম কলকাতার থেকে ৫০০ টাকা বেশি।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button