নিউজবাজারদর

Gold price in Kolkata: বিয়ের মরশুমে ফের ঊর্ধ্বমুখী সোনার দাম, জানুন কলকাতার সর্বশেষ রেট

কলকাতার বাজারে ১ কেজি রূপোর আজকের দাম ৬৯,৩০০ টাকা

×
Advertisement

বছরে শেষে এই ডিসেম্বর মাস আসা মানেই শুরু হয়ে যাবে বাঙ্গালীদের বিয়ের সিজন। এই বিয়ের মরশুমে সোনা বিক্রি কয়েকগুণ বেড়ে যায় অন্যান্য সময়ের তুলনায়। চলতি মাসে আগের সপ্তাহের শেষ থেকেই ধীরে ধীরে দাম বাড়ছে সোনা ও রুপোর। তবে এই বিয়ের মরশুমে সোনার গয়নার চাহিদা বাড়ে। বাঙালি পরিবারে বিয়ে মানেই অল্প হলেও সবাই সোনা কেনেন। কিছুদিন আগে একধাক্কায় সোনার দাম ৫০ হাজারের তলায় চলে গেলেও, নতুন সপ্তাহের শুরুতে ফের চরচড়িয়ে দাম বাড়ছে হলুদ ধাতুর। পাল্লা দিয়ে দাম বেড়েছে রুপোরও। ফলে বিয়ের মরশুমে মধ্যবিত্তদের কপালে যে হাত পড়েছে সেই নিয়ে কোনো সন্দেহ নেই। আজকে সোনা রুপার সর্বশেষ রেট কত? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Advertisements
Advertisement

সপ্তাহের শুরুতে আজ সোমবার অনেকটাই দাম বেড়েছে সোনার। আগামী দিনে নাকি আরও বাড়তে পারে সোনার দাম তেমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। সোনার দাম প্রতিদিনই ব্যাপক হারে বাড়ছে। কয়েকদিন ধরে যেভাবে সোনার দাম বাড়ছে তাতে চিন্তা বাড়ছে। তবে বিশ্ব বাজারে দুর্বলতার প্রভাব পড়েছে ভারতে। গতকালের তুলনায় সোনার দাম ফের বেড়ে গেল। পাশাপাশি রূপোর দরও একলাফে বেড়ে গিয়েছে। আজ সোমবার, ১৯ ডিসেম্বর ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৯,৯৫০ টাকা। ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫৪,৪৯০ টাকা। কলকাতার বাজারে ১ কেজি রূপোর আজকের দাম ৬৯,৩০০ টাকা। যা গতকালের তুলনায় সামান্য কমেছে।

Advertisements

প্রসঙ্গত উল্লেখ্য, আপনি যদি ঘরে বসে সোনার দাম চেক করতে চান তাহলে একটি ফোন নাম্বারে মিসকল বা মেসেজ করলেই সমস্ত তথ্য জেনে নিতে পারবেন। ইন্ডিয়ান বুলিয়ন এন্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মতে আপনি ৮৯৫৫৬৬৪৪৩৩ নম্বরে মিসকল করলে দাম চেক করতে পারবেন। এছাড়া ওই নম্বরে মেসেজ করলেও আপনাকে মেসেজে সমস্ত দাম জানিয়ে দেওয়া হবে।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button