ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

রেকর্ড দাম থেকে ৫৫০০ টাকা সস্তা সোনা, জানুন সোনা এবং রুপোর আজকের নতুন দর

কিছুটা দাম বৃদ্ধি হলেও এখনো সোনার দাম বেশ কিছুটা সস্তা আছে বলা যায়

Advertisement
Advertisement

আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুর দাম বৃদ্ধির সঙ্গে টাকার দর পড়ার কারণে সোনা এবং রুপোর দাম আজকে অনেকটা পরিবর্তিত হয়েছে। দাম বৃদ্ধি পেলেও আজকে প্রতি ১০ গ্রামের দর ৫১ হাজার টাকার নিচে রয়েছে। পাশাপাশি রুপোর দাম এই মুহূর্তে ৫৩ হাজার ৫০০ টাকার নিচে নেমে গিয়েছে। ফেডারের রিজার্ভের কঠোর অবস্থানের কারণে সাম্প্রতিক দিনের সোনা এবং উভয়ের দাম বেশ কিছুটা কমতে শুরু করেছে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।

Advertisement
Advertisement

বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে সোনা তার ছয় সপ্তাহের সর্বনিম্ন এবং রুপোর দুই বছরের সর্বনিম্নে নেমে এসে দাঁড়িয়েছে। শুক্রবার দিল্লি বুলিয়ান বাজারে সোনার ৪৭ টাকা বৃদ্ধি পেয়ে ৫০,৭২৯ টাকা প্রতি দশ গ্রামের দাম হয়েছে। গত ট্রেডিং সেশানে সোনা প্রতি ১০ গ্রাম ৫০,৬৮২ টাকায় বন্ধ হয়েছিল। সোনার মত রুপোর দাম ৪৯৬ টাকা বেড়ে প্রতি কেজি ৫৩,৪২৯ টাকায় দাঁড়িয়েছে। গত ট্রেডিং সেশনে রুপোর দাম প্রতি কেজি ছিল ৫২,৯৩৩ টাকা।

Advertisement

বিদেশি বাজারে ডলারের শক্তিশালীকরনের মধ্যে ফরেক্স মার্কেটে শুক্রবারে প্রথম বাণিজ্য ডলারের বিপরীতে টাকার মূল্য ১৪ পয়সা কমে গিয়ে ৭৯.৭০ টাকা হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে প্রতি আউন্সে ১,৭০২ ডলার। যদিও রুপো ১৭.৯৬ ডলার প্রতি আউন্সে শেষ হয়েছে। নিউইয়র্ক ভিত্তিক কমিউনিটি এক্সচেঞ্জ কমেক্সে স্পট গোল্ড এর দাম ০.৪২ শতাংশ বেড়ে ১৭০২ প্রতি আউন্স দাম হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button