ভাইরাল & ভিডিও

Viral: একদল সিংহীর সঙ্গে জঙ্গলে একসাথে হাঁটছে এক যুবতী, তুমুল ভাইরাল ভিডিও

এই ভিডিওতে আমরা দেখছি এক মহিলা একদল সিংহীর সঙ্গে একসাথে হাঁটছে, যা দেখে অবাক সকলে

Advertisement
Advertisement

বর্তমানে ইন্টারনেট দুনিয়ায় একাধিক ভিডিও মাঝেমধ্যেই ভাইরাল হতে থাকে। এরকম ভাবেই এবার একটি ভিডিও ভাইরাল হলো যেখানে আমরা দেখতে পাচ্ছি এক মহিলা জঙ্গলের মধ্যে দিয়ে সিংহীদের সঙ্গে হেঁটে চলেছেন। হ্যাঁ এটা কিন্তু সত্যিই হয়েছে। এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি একজন মহিলা ৬ টি সিংহীর সঙ্গে একসাথে হাঁটছে। তার পরনে রয়েছে একটি বড় ঘাগড়া ধরনের জিনিস। তাকে দেখা যাচ্ছে একটি ছোট সিংহীর লেজও ধরতে।

Advertisement
Advertisement

ভিডিও শেষ করার আগেই আবার ওই সিংহের লেজ ধরে নাড়াতেও দেখা গিয়েছে ক্যামেরার উদ্দেশ্যে। তবে সবথেকে আকর্ষনীয় বিষয়টি হলো, ওই সিংহ ওই মহিলাটির সঙ্গে অত্যন্ত কম্ফোর্টেবল, এবং স্বাভাবিকভাবেই তার সঙ্গে হাঁটাহাঁটি করছে ওই সিংহ। না ওই মহিলাটিকে আক্রমণ করার চেষ্টা করছে ওই সিংহ গুলি, না যিনি ভিডিও রেকর্ড করছেন তার দিকে আক্রমণ করার চেষ্টা করছে তারা। বরং সকলের সাথেই তারা অত্যন্ত সুন্দর ভাবে নিজেদের মানিয়ে নিয়েছে।

Advertisement

ক্যাপশনে লেখা রয়েছে, ‘প্রতিদিন জীবনে এমন কিছু একটা করুন যা আপনাকে ভীত রাখে। আপনি কি রকম কিছু ট্রাই করতে চান?’ যদিও হ্যাঁ, এরকম হঠাৎ করেই কোন সিংহ বা এরকম বড় প্রাণীর গায়ে হাত দেওয়াটা খুব একটা ভাল কাজ নয়। ভিডিওটি দেখে বোঝাই যাচ্ছিল, ওই সিংহ, মহিলাটি সঙ্গে অত্যন্ত ভাবে সুপরিচিত। ইতিমধ্যেই ৯,০০০ এর বেশি মানুষ এই ভিডিওটি লাইক করেছেন এবং সবাই এই ভিডিও দেখে অত্যন্ত অবাক। অনেকেই এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারছেন না, এরকম কিছু আদৌ হল এবং তাদের চোখের সামনে তারা দেখলেন। অনেকে ভেবেছেন, এই ভিডিওটি সম্পূর্ণ রূপে এডিট করা।

Advertisement
Advertisement

একজন ব্যবহারকারী ইনস্টাগ্রামে লিখলেন ‘যে জিনিসগুলি আপনার ভয়ের কারণ, তা মাঝেমধ্যে আপনার মৃত্যুর কারণও হয়ে উঠতে পারে।’ অন্য একজন আবার লিখলেন, তিনি কোনদিন এরকম কিছু করতে চান না। আরেকজন ব্যবহারকারী লিখলেন, আপনি ততক্ষণ পর্যন্ত সিংহদের সঙ্গে হাঁটতে পারবেন যতক্ষণ না পর্যন্ত তারা সিংহ হয়ে উঠছে। আমাদের কখনোই এই ধরনের ভয়ঙ্কর হিংস্র প্রাণীদের সামনাসামনি যাওয়া উচিত নয়। আরো একজন কমেন্ট করলেন, ‘এটা কখনো সম্ভব নয়, এটা হতে পারে না।’ আপনারা কি মনে করছেন এই ভিডিওর ব্যাপারে?

Advertisement

Related Articles

Back to top button