ক্রিকেটদেশনিউজ

করোনা আক্রান্ত গোতির বাড়ির সদস্য, হোম আইসোলেশনে গৌতম গম্ভীর

Advertisement
Advertisement

পুজোর পর থেকেই আবার নতুন করে বাড়ছে দিল্লির করোনা গ্রাফ। আর তারই মাঝে উদ্বেগ প্রকাশ করলেন ভারতের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর। এইদিন বিজেপি সাংসদ বলেন যে তার বাড়ির এক সদস্য করোনা পজিটিভ। আর এর সাথেই হোম আইসোলেশনে রয়েছেন তিনিও।

Advertisement
Advertisement

 

Advertisement

শুক্রবার টুইট করে এই কথা জানান বিশ্বকাপ জয়ী ভারতীয় এই প্রাক্তন ক্রিকেটার। ওইদিন তিনি তার টুইটারে লেখেন,”আমার বাড়িতে সম্প্রতি করোনার একটি কেস ধরা আমার বাড়িতে। তাই নিজেকে হোম আইসোলেশনে রেখেছি আমি। ইতিমধ্যেই আমি করোনার পরীক্ষা করিয়েছি। রিপোর্ট এখনও আসেনি। তবে শীঘ্রই আসবে করোনা রিপোর্ট। আমি সেই রিপোর্টেরই অপেক্ষায় আছি। আমি বুঝছি করোনার প্রকোপ। তাই প্রত্যেকের কাছেই করোনা সংক্রান্ত সমস্ত গাইডলাইন মেনে চলতে অনুরোধ করছি। সাবধানে থাকুন, সুস্থ থাকুন”। তারপর থেকেই ভেঙে পরেছেন তার ফ্যানেরা। অনুরাগীরা প্রার্থনা করছেন যাতে তার রিপোর্ট যেন নেগেটিভ আসে।

Advertisement
Advertisement

 

প্রসঙ্গত উল্লেখ্য, দিল্লিতে ক্রমে বেড়ে চলেছে করোনা সংক্রমণ। বৃহস্পতিবার রিপোর্ট হতে জানা গিয়েছে যে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে করোনা আক্রান্তের সংখ্যা ৬,৮৭২ জন। ভারতে দৈনিক করোনা সংক্রমণের ক্রমে প্রথমে কেরল, আর ঠিক তার পরেই দিল্লি। করোনা সংক্রমণের সংখ্যায় মহারাষ্ট্রকে পিছনে ফেলে দিয়েছে দিল্লি। তবে এর মাঝে গম্ভীরের সচেতন দেখে প্রশংসায় পঞ্চমুখ তার অনুগামীরা। করোনা কেস ধরা পরার সাথে সাথেই বিন্দুমাত্র বিলম্ব না করে নিজে থেকেই আইসোলেসনে চলে যান গম্ভীর।

 

এইবার বাড়ি বসেই প্রতিটি আইপিএল ম্যাচ উপভোগ করছেন দিল্লি এবং কেকেআর এর প্রাক্তন অধিনায়ক। নিজে দলে থেকে তার অধিনায়কত্বের দমে দলকে দুইবার জিতিয়ে ছিলেন গম্ভীর। তাই বৃহস্পতিবার নিজের দলকে হারতে দেখে গম্ভীর লেখেন,”পন্থকে অনেকটা উন্নতি করতে হবে এখনও। ওকে ধোনির মতো হতে হবে, কয়েকটা ছয় হাঁকালেই কেউ ধোনি হয়ে যায়না। ওর ব্যাটিং বিভাগে উন্নতি একান্ত প্রয়োজন”।

Advertisement

Related Articles

Back to top button