ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

এবারে অম্বুজা এবং এসিসি কিনে নিলেন গৌতম আদানী, সিমেন্টের ব্যবসাতেও এবারে ঘোরাবেন ছড়ি

এটি এখনো পর্যন্ত আদানি গোষ্ঠীর সব থেকে বড় অধিগ্রহণ

Advertisement
Advertisement

অম্বুজা এবং এসিসি সিমেন্ট কিনে কিনে নিয়ে এবারে সিমেন্টের জগতে নিজের পদক্ষেপ ফেলতে শুরু করল গৌতম আদানীর সংস্থা। এর মাধ্যমে ভারতের দ্বিতীয় বৃহত্তম সিমেন্ট সংস্থা এসে গেল গৌতম আদানীর কাছে। গত মে মাসেই হলসিম সিমেন্ট গ্রুপের সঙ্গে এই চুক্তির ঘোষণা করেছিল আদানি লিমিটেড। শুক্রবার এসিসি এবং অম্বুজায় হলসিম গ্রুপের সম্পূর্ণ অংশীদারিত্ব অধিগ্রহণ করেছে আদানি সংস্থা। সুইজারল্যান্ড এর এই গোষ্ঠীর কাছে অম্বুজা সিমেন্ট লিমিটেডের ৬৩.১% এবং এসিসি সিমেন্ট লিমিটেডের ৫৪.৫% শেয়ার হোল্ডিং ছিল। সেটি অধিগ্রহণের জন্য নগদ ৬.৪ বিলিয়ন ডলার খরচ করেছে আদানি গোষ্ঠী। এই টাকার পরিমাণ ভারতীয় মুদ্রায় ৫১ হাজার কোটি টাকারও বেশি।

Advertisement
Advertisement

বিবৃতি অনুসারে, আদানি গোষ্ঠী এবার তাদের স্পেশাল পারপাস বিজনেস এন্ডিভার ট্রেড এন্ড ইনভেসমেন্ট লিমিটেডের মাধ্যমে ওপেন অফার দ্বারা এই চুক্তি গ্রহণ করেছে। সেবির নিয়ম মেনে ওপেন অফারের মাধ্যমে এই
অধিগ্রহণ সম্পন্ন হয়েছে। এটি এখনো পর্যন্ত আদানি গোষ্ঠীর সবথেকে বড় অধিগ্রহণ। পরিকাঠামগত কাঁচামাল উৎপাদনের ক্ষেত্রে এটি ভারতের বৃহত্তম ব্যবসায়িক লেনদেন বলে মনে করছেন অনেকে।

Advertisement

গৌতম আদানি এই বিষয়ে বলেছেন, ভারতের সিমেন্টের ব্যবসার সম্ভাবনা এবং বৃদ্ধি নিয়ে তিনি অত্যন্ত আশাবাদী এবং আগামী ভবিষ্যতে এই সিমেন্ট ব্যবসা কে আরও বড় করতে চাইছেন তিনি। বর্তমানে সিমেন্ট উৎপাদনের নিরিখে দেশে এক নম্বরের রয়েছে আলট্রাটেক সিমেন্ট। এই সিমেন্ট কোম্পানিটি আদিত্য বিরলা লিমিটেড গ্রুপের মধ্যে পড়ে। অন্যদিকে অম্বুজা এবং এসিসি বছরের সাত কোটি টন সিমেন্ট উৎপাদন করতে পারে। এই দুটি কোম্পানির যৌথভাবে ৩১ টি সিমেন্ট কারখানা রয়েছে এবং ১০ হাজারের বেশি কর্মী এই কারখানায় কাজ করেন।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button