দেশনিউজ

LPG Gas Connection: ১ জুন থেকে বন্ধ হয়ে যাবে গ্যাস কানেকশন? ভয় না পেয়ে জেনে নিন আসল সত্যটা

Advertisement
Advertisement

এলপিজি সংযোগধারীদের ই-কেওয়াইসি করাতে হবে। এটি করা না হলে গ্যাস সিলিন্ডার রিফিলিং বন্ধ হয়ে যাবে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে এই মর্মে নির্দেশিকা জারি করা হয়েছে। আপনি যদি এখনও ই-কেওয়াইসি না করে থাকেন তবে অবিলম্বে এটি করুন।

Advertisement
Advertisement

সাতনা জেলার এলপিজি সংযোগধারীরা ইকেওয়াইসি করার ক্ষেত্রে পিছিয়ে রয়েছেন। শহর ও গ্রামাঞ্চলের মাত্র ২০-২৫ শতাংশ মানুষ এটি সম্পন্ন করতে পেরেছে। বায়োমেট্রিক মেশিনে বুড়ো আঙুলের ছাপ ও ফেস ছবির মাধ্যমে এ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এ জন্য নির্বাচকদের এজেন্সির দ্বারস্থ হতে হবে।

Advertisement

Gas cylinder ekyc

Advertisement
Advertisement

কিছু জায়গায় এজেন্সির কর্মীরাও বাড়ি গিয়ে তা সম্পন্ন করছেন। গ্যাস এজেন্সির অপারেটর বিপিন চৌরাসিয়া জানিয়েছেন, সংস্থাগুলির ভার্চুয়াল বৈঠকে ৩০ মে-র মধ্যে ই-কেওয়াইসি করার সময়সীমা দেওয়া হয়েছে। সময়মতো কাজ শেষ না হলে গ্যাস সংযোগ বন্ধ হয়ে যেতে পারে। সাতনা ও মাইহার জেলায় ৫,১২,৪২২ জন এলপিজি গ্রাহক রয়েছেন।

সবচেয়ে বেশি গ্রাহক রয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (আইওসিএল) ২,৮৩,৩৬৫ জনের। হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের (এইচপিসিএল) ১৩৩৮৯৬ ভারত পেট্রোলিয়াম কোম্পানি লিমিটেডে সবচেয়ে কম ৯৫১৬১ জন সদস্য রয়েছে। ইন্ডিয়ান অয়েলের মাত্র ৭০ হাজার ৮৪১ জন, এইচপিসির ২৭ হাজার এবং বিপিসির ১৮ হাজার শেয়ারহোল্ডার ই-কেওয়াইসি করেছে।

Advertisement

Related Articles

Back to top button