এবার সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন ইন্টারনেট পরিষেবা। সুযোগ এনে দিচ্ছে গুগল ও সিসকো। এর আগে গুগল সংস্থা রেলটেল, টেলিকম আর্ম অব ইন্ডিয়ান রেলওয়ে-এর সঙ্গে যৌথভাবে ভারতের প্রায় চারশোটি রেলওয়ে ষ্টেশনে বিনামূল্যে ওয়াই-ফাই দিয়েছে। এবার সিসকো আর গুগল মিলিত হয়ে ভারতের মোট ৫০০ টি জায়গায় হাই কোয়ালিটির ওয়াই-ফাই বিনামূল্যে পরিষেবা দেবে। যার মধ্যে বেঙ্গালুরুর ২৫টি জায়গায় চালু হয়ে গিয়েছে। এই পরিষেবা পাওয়া যাবে পাবলিক প্লেসে যেমন বাস স্টপ, হাসপাতাল এবং সরকারি সংস্থা। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী তিন মাসের মধ্যে বাদ বাকি ৪৭৫ টি জাগায় এই পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Related Articles
Vi লঞ্চ করছে নতুন রিচার্জ প্ল্যান, অর্ধেক দিন পাবেন আনলিমিটেড ইন্টারনেট, নতুন অফার দেখে অবাক Jio, BSNL
December 11, 2024
Jio লঞ্চ করছে নতুন JioPhone Prima 2, এতে চলবে অন্য কোম্পানির সিম, জানুন ফোনের দাম ও স্পেসিফিকেশন
December 11, 2024