দেশনিউজ

সাড়ে পাঁচ বছর আগেকার জল্পনা উস্কে ফের হজরত মহম্মদের বিতর্কিত কার্টুন ছাপছে শার্লি এবদো

Advertisement
Advertisement

প্যারিস: কথায় বলে ইতিহাস ফিরে আসে বারবার। ঠিক তেমনই সাড়ে পাঁচ বছর আগেকার ঘটনা উস্কে দিয়ে মঙ্গলবার ফরাসি ব্যঙ্গচিত্র পত্রিকা ‘শার্লি এবদো’ ঘোষণা করে, ফের হজরত মহম্মদের বিতর্কিত কার্টুন  ছাপবে তারা।  ২০১৫ সালের জানুয়ারিতে এই বিতর্কিত কার্টুনের জেরেই চরমপন্থী ইসলামি বন্দুকবাজরা আক্রমণ করে প্যারিসের শার্লি এবদো-র দপ্তরে। এই ঘটনায় প্রান হারায় ১২ জন, তার মধ্যে ছিলেন ফ্রান্সের কয়েকজন বিশিষ্ট কার্টুনিস্ট।

Advertisement
Advertisement

এই ঘটনার নিরিখে শার্লি এবদো-র ডিরেক্টর লরাঁ সুরিসো জানিয়েছেন, ‘আমরা মাথা নোয়াবো না। আমরা হালও ছাড়ব না”। তিনি আরও জানান সাড়ে পাঁচ বছর আগে ওই ঘটে যাওয়া ওই ঘটনার পর মহম্মদের ব্যঙ্গচিত্র প্রকাশের প্রচুর আর্জি জমা পড়েছে এই পত্রিকার দপ্তরে। কিন্তু সেই সময় আমরা সমস্ত অনুরোধ প্রত্যাখ্যান করা হয়। কারণ এই পোস্টার ছাপার জন্য বেশ কিছু অর্থপূর্ণ উপলক্ষের প্রয়োজন ছিলো।

Advertisement

আর দীর্ঘ সাড়ে পাঁচ বছরে এমন কিছু নতুন আলোচনা পর্যালোচনার পরিসর তৈরি হয়েছে যার জন্য আবার এই উদ্যোগ নিয়ে পোস্টার তৈরি করার কথা ভাবা হয়েছে। আর এতো বছর পর ২০০৬ সালে ওই পত্রিকায় প্রকাশিত বিতর্কিত ব্যঙ্গচিত্রগুলিই নতুনতম সংস্করণে ফের ছাপা হয়েছে।

Advertisement
Advertisement

এই ঘটনায়  পত্রিকাটির দপ্তরে হামলা চালানো দুজন সৈয়দ ও শেরিফ কুয়াচ্চির পুলিশের গুলিতে নিহত হয়। এছাড়াও এই কাজে জড়িত বাকি আরও ১৪ জনের শুনানি শুরু হবে আজ।  শার্লি এবদোয় হামলাকারীদের অস্ত্র জোগান দেওয়া, আইএস-এর মতো জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ থাকার মতন ঘটনায়ও জড়িত রয়েছে বলে সুত্রের খবর।

 

Advertisement

Related Articles

Back to top button