নিউজরাজ্য

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী ক্ষিতি গোস্বামী

Advertisement

বয়স হয়েছিল ৭৪ বছর রবিবার ভোর চারটে নাগাদ চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় প্রাক্তন পূর্তমন্ত্রী ও বর্ষীয়ান আর এস পি নেতা ক্ষিতি গোস্বামী। তার মৃত্যুর পরেই রাজনীতির জগতে শোকের ছায়া নেমে এসেছে। বামপন্থী এই নেতার মৃত্যুর পরে এসব জ্ঞাপন করেছেন বিভিন্ন বিরোধী দলের নেতা-নেত্রীরা।

দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং গলায় একটি সমস্যার জন্য ভর্তি হয়েছিলেন চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে। একটি অপারেশনের পরে তিনি খানিকটা সুস্থ বোধ করায় তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়েছিল কিন্তু শনিবার তিনি আবার করে অসুস্থ হয়ে পড়েন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয় সেখানে রবিবার ভোর চারটে নাগাদ তিনি মৃত্যুবরণ করেন।

বাম আন্দোলনের এই নেতা ২০১৮ সালের ডিসেম্বর মাসে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। তারপরে তিনি বহরমপুরে ত্রিদিব চৌধুরীর পর একসঙ্গে রাজ্য সম্পাদকের হওয়ার পাশাপাশি দেশেরও দায়িত্ব পান বালুরঘাটের বাসিন্দা ক্ষিতি গোস্বামী।

Related Articles

Back to top button