দুর্নীতি ঠেকাতে কেন্দ্রীয় সরকার প্রতিটি রেশন দোকানে ই-পস মেশিন (কার্ড সোয়াইপ যন্ত্র) বসানোর নির্দেশ দিয়েছিল অনেক আগেই। এবার সেই ব্যবস্থা নিয়ে তৎপরতা দেখানো শুরু করলো রাজ্য সরকার। অন্যান্য রাজ্যের মতো এরাজ্যেও শুরু হচ্ছে আধার কার্ড যাচাই করে রেশন দেওয়ার ব্যবস্থা। এক্ষেত্রে আধার কার্ড যুক্ত করা হবে রেশন কার্ডের সঙ্গে।
নতুন এই সিস্টেমে গ্রাহকের আঙুলের ছাপ নেওয়া হবে ই-পস মেশিনে। একবার ছাপ নেওয়া হয় গেলে, যখনই গ্রাহক রেশন নেবে, তখন সাথে সাথেই ডিলারের তথ্য, কতটা রেশন তোলা হলো সব তথ্য খাদ্য দপ্তরের কাছে পৌঁছে যাবে। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছিল ডিসেম্বরের মধ্যেই রাজ্যে চালু করতে হবে এই ব্যবস্থা। তাই রাজ্য সরকার এবার দ্রুত ব্যবস্থা নিল এই বিষয়ে।
এই বিষয়ে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সম্পাদক বিশ্বম্ভর বসু বলছেন, ‘কেন্দ্রীয় সরকারের চাপানো এই নিয়ম আমরা মানবো না। এর বিরুদ্ধে আমরা আদালতের দারস্থ হবো।’ সাধারণ মানুষের এই বিষয়ে মত, এই ব্যবস্থা চালু হলে রেশনের কালোবাজারি অনেকটাই রোখা যাবে।