ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

যে কেউ করতে পারবেন এই ব্যবসা, এক ঘন্টা কাজ করলেই আয় হবে দৈনিক ১০০০ টাকা

Advertisement
Advertisement

চাকরি করা সবার ভাগ্যে লেখা থাকে না। অনেকের কাছে যে কোনো কারণেই হোক ব্যবসা করার মতো সময়, সুযোগ, সুবিধা কোনোটাই হয়ে ওঠে না। কারও মনে আবার প্রশ্ন থাকে, ব্যবসা করতে কতো টাকা লাগবে? কিংবা, লেখা পড়া কম জানলেও কি ব্যবসা শুরু করা যায়? অবশ্যই শুরু করা যায়। এবং ঠিকঠাক পথে থাকলে ছোটো ব্যবসা শুরু করার পর সেটাকে আরও বড় করেও করতে পারবেন।

Advertisement
Advertisement

আজ আমরা আপনাদের এমন একটা Business Idea দিতে চলেছি যেটা যে কোনো ব্যক্তি – স্টুডেন্ট, গৃহবধূ, বয়স্ক মানুষ, অবসর প্রাপ্ত ব্যক্তি সহ যে কেউ করতে পারবেন। ব্যবসা শুরু করার জন্য একটা মেশিন কিনতে হবে। এই মেশিনের দাম খুব কম করে হলে ৯ হাজার টাকা। উন্নত মেশিনও পাওয়া যায়। কেউ বড় সেট আপ তৈরি করতে চাইলে বিনিয়োগ আরও বেশি হবে। তবে নয় হাজার টাকা খরচ করেই ব্যবসা শুরু করে দিতে পারবেন। জায়গার খুব বেশি দরকার পড়বে না। দশ বাই দশ মাপের একটা ঘর থেকে পথ চলা শুরু করতে পারেন।

Advertisement

Business idea 2023

Advertisement
Advertisement

আমরা আপনাকে বলছি ফয়েলের তৈরি প্লেট তৈরির বিজনেসের কথা। এখন দূষণ কমানোর জন্য সবরকম ভাবে চেষ্টা চালানো হয়। আবর্জনা দ্রুত সাফ করার সুবিধা, ক্যারি করার সুবিধার জন্য এখন সব জায়গায় ফয়েলের তৈরি প্লেট কাজে লাগানো হয়। ছোটো কোনো ফুচকার দোকান থেকে শুরু করে কোনো জমকালো অনুষ্ঠান বাড়ি, সব জায়গায় এখন এই প্রোডাক্ট দেখতে পাবেন। ফলে সহজেই অনুমান করতে পারছেন যে আপনার তৈরি করা এই জিনিসের ডিমান্ড বাজারে কতটা থাকতে পারে।

এই ব্যবসায় যত বিনিয়োগ করতে পারবেন লাভ তত বেশি। কাঁচা মাল কীরকম কী দরকার সেটা প্রথমে আপনার ওপর নির্ভর করবে। আপনি মোটা দামী কাঁচা মাল কিংবা কম দামী জিনিস ব্যবহার করেও কাজ করতে পারেন। এই ব্যবসার ফলে যেমন হাজার হাজার টাকা উপায় করা সম্ভব, তেমনই বড় কারখানা করতে পারলে লাখ টাকা পর্যন্ত উপার্জন করা যায়।

Advertisement

Related Articles

Back to top button