Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বেডরুম থেকে এই অবস্থায় দেখা গেছে অভিনেত্রী ভূমি পেন্ডকার

একেবারে শুরুর সময় থেকেই একটু ছক ভাঙ্গা অভিনয়ে বিশ্বাসী বলিউডের ভূমি পেডনেকর। খুব শীঘ্রই আবারো আরো এক অন্যধরনের আকর্ষণীয় চরিত্রে দর্শকদের মনোরঞ্জন করতে আসতে চলেছেন অভিনেত্রী। সম্প্রতি 'থ্যাঙ্ক ইউ ফর…

Avatar

একেবারে শুরুর সময় থেকেই একটু ছক ভাঙ্গা অভিনয়ে বিশ্বাসী বলিউডের ভূমি পেডনেকর। খুব শীঘ্রই আবারো আরো এক অন্যধরনের আকর্ষণীয় চরিত্রে দর্শকদের মনোরঞ্জন করতে আসতে চলেছেন অভিনেত্রী। সম্প্রতি ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’ ছবির নতুন পোস্টার শেয়ার করে নিয়েই দর্শকমহলের মাঝে শোরগোল ফেলে দিয়েছেন অভিনেত্রী। পাশাপাশি এই নতুন পোস্টারের সূত্র ধরে ছবির ট্রেলার মুক্তির দিনও জানিয়েছেন এদিন।
সাম্প্রতিক ঝলকে অভিনেত্রীকে আকর্ষণীয় মুখভঙ্গির সাথেই বিছানায় শুয়ে থাকতে দেখা গিয়েছে। টপলেস হয়েই চাদর জড়িয়ে শুয়েছিলেন তিনি। এই পোস্টারে অভিনেত্রীর চোখে মুখে এক অদ্ভুত শারীরিক প্রশান্তির দেখা মিলেছে। আর এই পোস্টারের সূত্র ধরেই জানানো হয়েছে আগামী ৬-ই সেপ্টেম্বর ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’এর অফিসিয়াল ট্রেলার মুক্তি পেতে চলেছে ঠিক দুপুর ১.৫০-এ। পাশাপাশি ক্যাপশনে লিখেছিলেন, যখন শেষটা হয় শুরুর আগে। অভিনেত্রী এই ক্যাপশন আরো বেশি আকর্ষণ করেছে নেটজনতার নজর। এখন থেকেই তারা রীতিমতো অপেক্ষায় দিন গোনা শুরু করে দিয়েছেন।
কারাণ বোলানি পরিচালিত এই ছবির আরো এক পোস্টার মুক্তি পেয়েছিল আগস্ট মাসেই। সেই ঝলকও মিলবে অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার পাতায়। শোনা যাচ্ছে, এই ছবিতে দেখা মিলবে শেহনাজ গিলের পাশাপাশি অনিল কাপুরেরও। এছাড়াও থাকবেন আরো একাধিক পরিচিত তারকারা। চলতি বছরের ৬-ই অক্টোবর নেটফ্লিক্সের পর্দায় মুক্তি পেতে চলেছে এই ছবি।আর এই প্রসঙ্গে ভূমি পেডনেকর এক সাক্ষাৎকারে জানিয়েছেন, আসন্ন এই ছবি মেয়েদের অনুভূতিকে প্রকাশ করবে। পাশাপাশি এক প্রশ্নের উত্তরে অভিনেত্রী স্পষ্ট জবাব দিয়েছিলেন জীবনে মেয়েরা ঠিক কি করতে চায়! সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র তারই রয়েছে।
About Author