Today Trending Newsদেশনিউজ

ট্রেন চললেও কবে থেকে চলবে বিমান পরিষেবা? জানাল কেন্দ্র

Advertisement
Advertisement

করোনার সংক্রমণে গোটা দেশে চলছে তৃতীয় দফার লকডাউন। করোনার সংক্রমণ যত প্রকট হয়েছে ততই বেড়েছে লকডাউনের মেয়াদ। লকডাউনের জেরে বন্ধ রয়েছে সমস্ত গণ পরিবহন। গত ২৫শে মার্চ থেকে বন্ধ আছে আন্তর্জাতিক এবং অন্তর্দেশীয় বিমান পরিষেবাও। বিমান সংস্থাগুলি তার ফলে প্রবল ক্ষতির মুখে পড়েছে। আর এর মাঝেই রবিবার কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরি জানিয়েছেন, সমস্ত দিক বিচার বিবেচনা করে আগামী ১৫ই মে-এর মধ্যে অন্তর্দেশীয় বিমান চলাচল পরিষেবা চালু হতে পারে।

Advertisement
Advertisement

আগামী একসপ্তাহের মধ্যে দেশের মধ্যে বিমান চলাচল পরিষেবা চালু করা হবে এমন ইঙ্গিত দেওয়ার পর হরদীপ সিং পুরি জানিয়েছেন, বিমান চালু করার আগে যে শহরগুলির মধ্যে বিমান চলাচল করবে সেখানে সংক্রমণের পরিসংখ্যান দেখে তবেই সিদ্ধান্ত নেওয়া হবে। গ্রিন জোনের মধ্যে বিমান পরিষেবা সচল করা যেতে পারে কিন্তু বেশিরভাগ শহরগুলি এখন রেড জোনের আওতায় রয়েছে। তাই বর্তমানে সেটিই চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

Advertisement

তিনি আরও জানান, দেশের বড় শহরগুলিকে বাদ রেখে অন্তর্দেশীয় বিমান চালু করা সম্ভব নয়। রেড জোনে যেসমস্ত শহর রয়েছে সেখানে বিমান পরিষেবা সচল করা হবে কিনা সে বিষয়টি এখনো আলোচনার স্তরে রয়েছে। পরবর্তী গাইডলাইন কি হবে সেবিষয়ে বিমান সংস্থাগুলিকে পরে জানিয়ে দেওয়া হবে কেন্দ্রের তরফে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button