Today Trending Newsদেশনিউজ

কোন কোন রুটে কি কি ট্রেন চলবে, দেখে নিন সেই ট্রেনের তালিকা

Advertisement
Advertisement

করোনার জেরে প্রায় দুই মাস ট্রেন চলাচল বন্ধ ছিল। গতকাল রাতে ভারতীয় রেলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে মঙ্গলবার থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে। আজ বিকেল চারটে থেকে প্রথম ধাপের ১৫ টি ট্রেনের বুকিং শুরু হবে। আইআরসিটিসি-র ওয়েবসাইট থেকে টিকিট বুকিং হবে। তবে শুধুমাত্র কনফার্ম টিকিট বুক হবে।

Advertisement
Advertisement

এই ট্রেনগুলি রাজধানী ট্রেনের মতো একই ভাড়া থাকবে। কেবলমাত্র এসি কোচ থাকবে। এই ট্রেনগুলি কিছু বিশেষ স্টেশনেই দাঁড়াবে। এই ট্রেনগুলিতে কোনও পেন্ট্রি পরিষেবা পাওয়া যাবে না বলে জানিয়েছে রেল। প্রত্যেক যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং কোনোরকম করোনার লক্ষণ না থাকলে তবেই ট্রেনে ওঠা যাবে।

Advertisement

১২ মে থেকে যে ট্রেনগুলি চলবে, সেই ট্রেনগুলির তালিকা রইল-

Advertisement
Advertisement

১) নিউ দিল্লি থেকে ডিব্রুগড় 

২) নিউ দিল্লি থেকে আগরতলা 

৩) নিউ দিল্লি থেকে হাওড়া 

৪) নিউ দিল্লি থেকে পাটনা 

৫) নিউ দিল্লি থেকে বিলাসপুর 

৬) নিউ দিল্লি থেকে ভুবনেশ্বর 

৭) নিউ দিল্লি থেকে রাঁচি 

৮) নিউ দিল্লি থেকে সেকেন্দ্রাবাদ 

৯) নিউ দিল্লি থেকে চেন্নাই 

১০) নিউ দিল্লি থেকে বেঙ্গালুরু 

১১) নিউ দিল্লি থেকে তিরুবন্তপুরম 

১২) নিউ দিল্লি থেকে মুম্বাই সেন্ট্রাল 

১৩) নিউ দিল্লি থেকে মাদগাঁও 

১৪) নিউ দিল্লি থেকে আহমেদাবাদ 

১৫) নিউ দিল্লি থেকে জম্মুতবির 

Advertisement

Related Articles

Back to top button