ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Flat at kolkata: কসবা, কল্যাণী এবং ব্যারাকপুরে ১১ লক্ষ টাকায় ফ্ল্যাট দিচ্ছে KMDA, কিভাবে করবেন আবেদন?

মাত্র ১১ লক্ষ টাকায় পেয়ে যান একটি ঝাঁ চকচকে ফ্ল্যাট

Advertisement
Advertisement

সাধ্যের মধ্যে বাজেট ফ্রেন্ডলি ফ্ল্যাট আপনাকে দিচ্ছে কলকাতা মিউনিসিপাল ডেভেলপমেন্ট অথরিটি। KMDA কসবা, কল্যাণী, এবং ব্যারাকপুরে বেশকিছু ফ্লাট বিক্রি করার জন্য জারি করেছে বিজ্ঞপ্তি। কলকাতা মিউনিসিপাল ডেভেলপমেন্ট কর্পোরেশনের মধ্যাহ্ন প্রকল্পের আওতায় এই ফ্ল্যাটগুলি উপভোক্তারা পেতে পারেন। এই ফ্ল্যাটের দাম মাত্র ১১ লক্ষ টাকা। কিন্তু কারা আবেদন করতে পারবেন এই মধ্যাহ্ন প্রকল্পে?

Advertisement
Advertisement

এই ফ্লাট নেওয়ার ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু শর্ত রয়েছে। প্রথমত ফ্ল্যাট নেওয়ার জন্য আবেদনকারীকে অবশ্যই ভারতীয় হতে হবে এবং তার কাছে প্যান কার্ড থাকতে হবে। কোন বার্ষিক আয়ের ঊর্ধ্বসীমা রাখা হয়নি। NRI ব্যক্তিরা আবেদন করতে পারেন। তবে সেক্ষেত্রে কোন স্থানীয় ব্যক্তির নামে পাওয়ার অফ অ্যাটর্নি স্থানান্তর করতে হবে। সেই ব্যক্তি আবেদনকারীর হয়ে এই প্রক্রিয়াতে সহযোগিতা করতে পারবেন। তার পাশাপাশি যদি কসবা অঞ্চলে ফ্ল্যাট নিতে হয় তাহলে ইস্ট কলকাতা টাউনশিপ হাউজিং কোঅপারেটিভ এর সদস্য হতে হবে।

Advertisement

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মধ্যাহ্ন প্রকল্পে বাছাই করা একটি বেসরকারি ব্যাংকের নির্দিষ্ট শাখা থেকে এবং সংস্থার ওয়েবসাইট থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে ইচ্ছুক উপভোক্তাদের। ইতিমধ্যেই গত ১০ ফেব্রুয়ারি থেকে আবেদন গ্রহণ শুরু হয়ে গিয়েছে। ৪ মার্চ পর্যন্ত নেওয়া হবে আবেদন। আবেদন পর্ব শেষ হলে লটারির মাধ্যমে ফ্ল্যাট বণ্টন করা হবে। আগামী ৪ মার্চের মধ্যে আবেদনপত্র জমা দেওয়া যাবে সল্টলেক এবং কসবার নির্দিষ্ট বেসরকারি ব্যাংকের শাখায়। তারপরেই হবে লটারি।

Advertisement
Advertisement

কসবায় এক্রোপলিস মলের পাশে ২৭৪ নম্বর রাজরাঙ্গা গোল্ড পার্কে ৪৮টি ফ্ল্যাট তৈরি করেছে KMDA। এরমধ্যে ৩৩ টি 2-BHK ফ্ল্যাট। প্রতিটির আয়তন ৬৭৮ বর্গফুট। এর মূল্য ৩৩ লাখ ১৪ হাজার ৫৭২ টাকা। এই ফ্ল্যাট কেনার আবেদনপত্রের সঙ্গে অনলাইনে জমা দিতে হবে এক লক্ষ টাকা। বাকি ফ্ল্যাট 1-BHK। এগুলির আয়তন যথাক্রমে ৩৮৮, ৩৮৩ এবং ৩৭০ বর্গফুট। এই ফ্ল্যাট পাওয়া যাবে ১৮ লাখ ৯৬ হাজার ৮৩৪ টাকা থেকে শুরু করে ১৮ লাখ ৮ হাজার ৮৩৮ টাকার মধ্যে। তিন ধরনের ফ্ল্যাট এর জন্য আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে ৫০ হাজার টাকা।

অন্যদিকে ব্যারাকপুর এবং কল্যাণীতে আরও সস্তা দামের মধ্যে ফ্ল্যাট দিচ্ছে KMDA। ব্যারাকপুরে কল্যাণী এক্সপ্রেস ওয়ের ধারে ওয়ারলেস মোড়ের কাছে ৬৫০ বর্গফুটের ফ্ল্যাটের দাম রাখা হয়েছে ১৯ লাখ ৭৭ হাজার ৭ টাকা। এর জন্য আবেদনের সঙ্গে ৫০ হাজার টাকা জমা দিতে হবে। ৩৭৫ বর্গফুটের ফ্ল্যাটের মূল্য ১১ লাখ ৮১ টাকা। এই ফ্ল্যাট বুক করতে হলে আবেদনের সঙ্গে ৩০ হাজার টাকা অতিরিক্ত দিতে হবে। অন্যদিকে কল্যাণীতে 3-BHK ফ্ল্যাটের মূল্য রাখা হয়েছে ২৩ লাখ ৯৫ হাজার ৫৭৫ টাকা। কল্যাণী রেলওয়ে স্টেশনের সামনে পুরসভা এলাকার মধ্যে মোট ৬৫টি ফ্ল্যাট তৈরি করেছে KMDA।

Advertisement

Related Articles

Back to top button