পাকিস্থান আর ভারতের সম্পর্ক কোনোদিনই যে ভালো নেই সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। এটা সকলেরই জানা ভারতে একাধিক বার বিভিন্ন স্থানে জঙ্গি আক্রমন হয়েছে। আর এই জঙ্গি আক্রমন গুলি যে পাকিস্তান জঙ্গি সংগঠনের মদতে, সেটা পরিষ্কার হয়ে গেছে বহুদিন আগেই। তার জন্যই ভারতীয় সেনারা সব সময় সতর্ক থাকে যাতে কোনপ্রকারে ভারতে জঙ্গি প্রবেশ করতে না পারে। বর্তমানে পাকিস্থানের কিছু জঙ্গি সংগঠনগুলি বেশ নাড়াচাড়া দিচ্ছে। ইলিয়াস আনোয়ার নামে এক ব্যাক্তি কপালে তিলক কেটে শহরে ঘুরছিল। গোয়েন্দা সূত্রে খবর, তামিলনাড়ুতে ৬ জন জঙ্গি হিন্দু পরিচয় দিয়ে ঢুকে পড়েছে। তামিলনাড়ু পুলিশ জঙ্গি সংগঠন লস্কর- ই- তৈবার সাথে যোগ রয়েছে সন্দেহ করে দুজনকে গ্রেফতার করেছে। জঙ্গিদের ঠেকাতে রাজ্যের বিভিন্ন স্থানে যেমন রেল স্টেশন, বিমানবন্দর, বড় বড় লজ, পর্যটন শিল্প, বাসস্ট্যান্ড, মন্দির নাকা চেকিং চলছে।
Related Articles
Post Office Scheme: বাড়ি বসে বিনিয়োগের টাকা ৩ গুন হবে, ব্যাপক লাভজনক স্কিম আনলো পোস্ট অফিস, জানুন বিস্তারিত
December 13, 2024
Bima Sakhi Yojana: এই প্রকল্পে প্রতিমাসে ৬ হাজার টাকা উপার্জন, বড় ঘোষণা কেন্দ্রীয় সরকারের
December 13, 2024