দেশনিউজ

কৃষক আন্দোলন ঘিরে চলছে পত্রযুদ্ধ, মৃত কৃষকদের উদ্দেশ্যে আজ পালন হল ‘শ্রদ্ধাঞ্জলি দিবস’

Advertisement
Advertisement

নয়াদিল্লি: আজ, রবিবার কৃষক আন্দোলনের ২৫তম দিন। কেন্দ্রের প্রকাশ করা নতুন তিনটি কৃষি আইনের বিরোধিতায় আন্দোলন করছে গত ২৫দিন ধরে দেশের হাজার হাজার কৃষকরা। সরকার ও কৃষক সংগঠনের পক্ষ থেকে দফায় দফায় বৈঠক হলেও এখনও পর্যন্ত মেলেনি কোনও সমাধান সূত্র। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ভারতীয় কৃষক ইউনিয়নকে চিঠি দেওয়া হয়েছিল। এমনকি এই আন্দোলনকে বিরোধী দল কাজে লাগিয়ে রাজনৈতিক রঙ লাগাতে চাইছে বলেও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দাবি করা হয়। কিন্তু এবার কৃষক আন্দোলনে কোনও রাজনৈতিক রঙ নেই। কেন্দ্রীয় সরকারকে বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরকে উদ্দেশ্য করে একটি চিঠি দিল ভারতীয় কৃষক ইউনিয়ন।

Advertisement
Advertisement

সেই চিঠিতে বলা হয়েছে, খাঁটি অর্থেই কৃষকদের এই আন্দোলন একটি যথার্থ আন্দোলন। এর মধ্যে নেই কোনও রাজনৈতিক রং। কৃষকদের দাবিগুলি ঠান্ডা মাথায় সরকার যদি ভেবে দেখে, তাহলে বুঝতে পারবে এর সঙ্গে কোনও রাজনৈতিক দলের উদ্দেশ্য চরিতার্থ হওয়ার কোনও সম্পর্ক নেই। তাই কৃষক আন্দোলনকে রাজনৈতিক ডামাডোল বলে যেন গুলিয়ে না ফেলে কেন্দ্রীয় সরকার, এমন বার্তাই ওই চিঠিটা দেওয়া হয়েছে।

Advertisement

প্রসঙ্গত, এই কৃষক আন্দোলন করতে গিয়ে দিল্লির ঠান্ডা মৃত্যু হয় এক কৃষকের। তার আগে অবশ্য এক শেখ কৃষক আত্মহত্যা করে। এই আন্দোলনকে সমর্থন করার জন্য তাই কৃষক আন্দোলনে মৃত একাধিক কৃষকদের শ্রদ্ধা জানানোর জন্য আজ দেশ জুড়ে ‘শ্রদ্ধাঞ্জলি দিবস’ পালন করেন। দেশের সমস্ত কৃষকরা কৃষকদের দাবি যতক্ষণ না মানা হবে, ততক্ষণ নিজেদের আন্দোলন থামাবে না কৃষকরা, এমনটাই কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এমনকি আন্দোলনের ধরণ আরও কঠিন এবং ভয়ঙ্কর হতে পারে বলেও হুমকি দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারকে। পরবর্তী ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার কী করে, এখন সেটাই দেখার।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button