অফবিট

দুমুখো সাপের কথা হয়তো সকলেই শুনেছেন কিন্তু দুমুখো মাছ কি কখনো শুনেছেন ?

Advertisement
Advertisement

ভারতবার্তা ডিজিটাল ডেস্ক, সায়ন্তিকা দাস : মাছ ধরার নেশা অনেকের মধ্যেই দেখা যায়। কিন্তু ছিপে যদি ওঠে দুমুখো মাছ ? এ রকমই নিউইয়র্ক এর এক দম্পতির ছিপে উঠলো দুমুখো মাছ। হ্যাঁ ঠিকই শুনছেন! দুমুখো মাছ, এই মাছটির দুটো মুখ বর্তমান। এরকম মাছের কথা কেউ কি কখনো শুনেছেন বা দেখেছেন??

Advertisement
Advertisement

সোশ্যাল মিডিয়ায় এই দুমুখো মাছ ভাইরাল হয়েছে । নিউ ইয়র্কের এক দম্পতি ডেবি গেডেস ও তাঁর স্বামীর বহুদিন ধরেই মাছ ধরার অভ্যাস রয়েছে। প্রায়ই সুযোগ পেলেই তাঁরা কাছাকাছি কোনো লেকে মাছ ধরতে যান ।

Advertisement

শুক্রবার সকালে এ রকমই দিনে তাঁরা মাছ ধরতে গিয়েছিলেন। চ্যাম্পলেন নামে একটি লেকে তাঁরা মাছ ধরতে যান । ছিপে ওঠা মাছ দেখে তাঁরা আশ্চর্য হয়ে যান।
মাছটির মুখের হুক খুলতে গিয়ে তাঁরা দেখেন মাছটির দুটো চোয়াল এবং দুটিই খুলছে আবার বন্ধ হচ্ছে।
এমন আশ্চর্য রকমের মাছ ধরে তাঁরা বেশ অবাকই হয়ে গেছিলেন ।এবং পুরো ব্যাপারটি বুঝতে পারার পর তাঁরা মাছটির ছবি তুলে রাখেন। তবে তাঁরা এই আশ্চর্য ও অদ্বিতীয় মাছটিকে না মেরে আবার সেই লেকের জলে ছেড়ে দিয়েছেন।

Advertisement
Advertisement

মার্কিন সংবাদ সংস্থা এনবিসি নিউজ ডেবি কে যখন প্রশ্ন করেন ডেবি জানান প্রথমে তাঁরা নিজেদের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না। আরো ভালো করে মাছটিকে দেখার পর দেখেন সত্যিই মাছটির দুটি মুখ। মাছটি যাতে সুস্থভাবে বেঁচে থাকতে পারে তার জন্য তাঁরা সে মাছটিকে আবার লেকের জলে ছেড়ে দেন।

Advertisement

Related Articles

Back to top button