দেশনিউজ

৮০ বছর বয়সেও পরিযায়ী শ্রমিকদের মালপত্র বয়ে দিচ্ছেন বিনা পারিশ্রমিকে

Advertisement
Advertisement

শ্রেয়া চ্যাটার্জি – লকডাউনের জেরে গোটা বিশ্ব জুড়ে মানুষ এর পরিস্থিতি একেবারে বিধ্বস্ত। তার মাঝেই অনেক মানুষের মধ্যেই মানবিকতার উদাহরণ চোখে পড়ছে। ৮০ বছরের এক বৃদ্ধ কুলি যিনি পরিযায়ী শ্রমিকদের মালপত্র নিজে কাঁধে করে বয়ে নিয়ে যাচ্ছেন, কোনো রকম পারিশ্রমিক ছাড়াই। লখনৌ স্টেশনে তিনি প্রতি দিনই ৮ – ১০ ঘন্টা তার এই কাজ করেন এবং তিনি বলেন, এই কাজটি করা নাকি তার কর্তব্যের মধ্যে পড়ে।

Advertisement
Advertisement

শুধু তাই নয়, মুজিবুল্লাহ নামে এই কুলি মানুষটি সেই ট্রেনের যাত্রীদের উদ্দেশ্যে জল, খাবার বিতরণ করছেন। তিনি মনে করেন, টাকা রোজগার তো পরেও করা যাবে কিন্তু এই মুহূর্তে যে পরিস্থিতি চলছে সেই মুহূর্তে তার যাত্রীদের পাশে থাকা ভীষণ জরুরী। মুজিবুল্লাহ করে প্রমাণ করে দিয়েছেন, যে মানুষের পাশে থাকার জন্য সব সময় অর্থের প্রয়োজন হয় না। মানুষের মানবিকতা থাকলেই আর সামান্য মনের ইচ্ছা থাকলেই কয়েকজন মানুষের পাশে থাকা যেতে পারে। এখন গোটা বিশ্বের মানুষ বিধ্বস্ত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, কেউ বেশি, কেউ কম। তাই প্রত্যেকেরই উচিত মানবিকতার খাতিরে অন্তত কয়েকজন মানুষের পাশে দাঁড়ানো।

Advertisement

এই ছোট ছোট পদক্ষেপেই পৃথিবীটা সুন্দর হবে, করোনা ভাইরাস কবে বিদায় নেবে, আমরা কেউই জানিনা। গোটা বিশ্বই এই ভাইরাসকে তাড়ানোর জন্য প্রতিদিন পরীক্ষা-নিরীক্ষা করে চলেছে। কিন্তু মানবিকতাতো ফিরে আসতেই পারে। অন্তত সোশ্যাল মিডিয়ার দৌলতে প্রতিদিন এমন মানবিকতার উদাহরণ দেখে আমরা প্রত্যেকেই শিখতে পারি। ৮০ বছরের এই বৃদ্ধ কুলিটি যেভাবে সারাদিন পরিশ্রম করে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন সত্যিই তা প্রশংসনীয়। এই বয়সেও নিজের বয়স কে, পাত্তা না দিয়ে তিনি তার কাজে অটল থেকেছেন।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button