সম্প্রতি যে ছবিগুলির সূত্র ধরে চর্চায় অভিনেত্রী, সেখানে তাকে কালো অফ-শোল্ডার, ব্যাকলেস , সাইড স্লিটেড পোশাকে দেখা মিলেছে অভিনেত্রীর। খোলা চুলে একেবারে নুড মেকাপে ছিলেন তিনি। নিজের টোনড্ বডি রীতিমতো শোঅফ করেছেন ছবিতে। পাশাপাশি নিজের অ্যাওয়ার্ড পাওয়ার কথাও জানিয়েছেন তার ভক্তদের পাশাপাশি নেটনাগরিকদেরও। ‘মোস্ট ডিজায়ারেবল উওমেন অফ দ্যা ইয়ার’এর পুরস্কার পেয়েছেন তিনি। সম্ভবত এই পোশাকেই তিনি এই পুরস্কার নিতে হাজির হয়েছিলেন। সম্প্রতি অভিনেত্রীর সেই লুক সামনে আসতেই প্রশংসায় ভরিয়েছেন নেটজনতা।উল্লেখ্য কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে ‘আশ্রম ৩’। এমএক্স প্লেয়ারের এই ওয়েব সিরিজে বিশেষ চরিত্রে দেখা মিলেছে অভিনেত্রীর। ইতিমধ্যেই দর্শকদের মধ্যে থেকে ইতিবাচক প্রতিক্রিয়া আসা শুরু হয়ে গিয়েছে। প্রত্যেকেই দীর্ঘ প্রতীক্ষিত এই সিরিজে অভিনেত্রীকে দেখতে পেয়ে খুশি।
Esha Gupta: কালো ব্যাকলেস পোশাকে উষ্ণতা ছড়ালেন অভিনেত্রী এশা গুপ্তা, দেখুন ছবি
এশা গুপ্তা বলিউডের অন্যতম জনপ্রিয় একজন অভিনেত্রী। একাধিক হিট ছবিতে অভিনয় করেছেন তিনি। ২০০৭ সালে 'ফেমিনা মিস ইন্ডিয়া' হয়েছিলেন অভিনেত্রী। মডেলিং দিয়েই বিনোদন জগতে নিজের কেরিয়ার শুরু করেছিলেন তিনি। পরবর্তীকালে…

আরও পড়ুন