Today Trending Newsকলকাতানিউজ

নবান্নে করোনার সংক্রমণ মোকাবিলা নিয়ে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর

Advertisement
Advertisement

করোনা ভাইরাস নিয়ে উদ্বিগ্ন গোটা বিশ্ব। ভারতেও করোনার প্রভাব পড়েছে। কেন্দ্রের পাশাপাশি রাজ্যতেও এর মোকাবিলার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। নোভেল করোনা ভাইরাস নিয়ে উদ্বিগ্ন বাংলার মুখ্যমন্ত্রী। আজ তিনি নবান্নে উচ্চ পযরার বৈঠক করবেন। বৈঠক শুরু হবে দুপুর ১ টা নাগাদ। বৈঠকে উপস্থিত থাকবেন স্বাস্থ্য সচিব বিবেক কুমার ও স্বাস্থ্য দফতরেরে অন্যান্য আধিকারিকেরা। সমস্ত জেলার আধিকারিক, জেলাশাসক ও পুলিশ সুপারদের কাছে বার্তা দেওয়া হয়েছে। তাদের সাথে নবান্নের বৈঠক হবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে।

Advertisement
Advertisement

বৈঠকের মূল আলোচনা হল এই করোনা ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে কি কি করা উচিত এবং কি করা  উচিত নয়। উল্লেখ্য, স্বাস্থ্য দফতর এর আগেই সব কটা হাসপাতালগুলিকে সচেতন থাকতে বলেছে। করোনার জন্য ৩৪ টি ল্যাবের ব্যবস্থা করা হয়েছে বলে সূত্রের খবর। কড়া নজরদারির ব্যবস্থাও রাখা হয়েছে রাজ্যের সমস্ত হাসপাতালগুলিতে।

Advertisement

আরও পড়ুন : পুরভোটের আগে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বৈঠক স্বরাষ্ট্রমন্ত্রী-রাজ্যপাল

Advertisement
Advertisement

ইতিমধ্যেই ভারতে করোনাতে আক্রান্তের সংখ্যা ৩০ জন। এই করোনা নিয়েও রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। সাংসদে পর্যন্ত করোনা নিয়ে বিজেপি ও কংগ্রেসের মধ্যে তর্কবিতর্ক হয়েছে। মুখ্যমন্ত্রী ও বুনিয়াদপুরের সভাতে গিয়ে মন্তব্য করেছিলেন যে দিল্লির হিংসার কথা

আড়াল করতেই কেন্দ্র করোনা করোনা করছে। মুখ্যমন্ত্রীর এই কথাতে বিজেপি নেতা রাহুল সিনহা তাকে সুস্থ মস্তিস্কের মানুষ নন বলে কটাক্ষ করেছেন।

Advertisement

Related Articles

Back to top button