রাজ্য

পানীয়জল অপচয় কাটোয়ার সিঙ্গি গ্রামে

Advertisement

গৌরনাথ চক্রবর্ত্তী, পূর্ব বর্ধমান,৫ফেব্রুয়ারী : বাংলা মহাভারত অনুবাদক কবি কাশীরাম দাসের জন্মভিটা কাটোয়ার সিঙ্গি গ্রামে পানীয় জল অপচয় হচ্ছে প্রতিদিন। এখানকার পানীয় জল সরবরাহকারী টাইম কলে প্রায় কোনটাতেই মুখের ট্যাপ নাই। যারফলে প্রতিদিন প্রচুর জল অপচয় হচ্ছে।

প্রাক্তন রাষ্ট্রপুঞ্জের স্বেচ্ছাসেবক ও নেহেরু যুব কেন্দ্রের দক্ষিণ কলকাতার প্রাক্তন জেলা আধিকারিক রঘুমণি চ্যাটার্জ্জী আজ সিঙ্গিগ্রামে পরিদর্শনে আসেন এবং এটি তার নজরে আসে। তিনি জানান, জলস্তর মাটির অনেক নীচে নামায় সমগ্র পৃথিবীব্যাপী যে তীব্র জল সংকট দেখা দিতে চলেছে এব্যাপারে দেরি হলেও আমাদের এখনই সচেতনতা দরকার জল অপচয় বন্ধ করার জন্য।

এ ব্যাপারে তিনি সিঙ্গি গ্রাম পঞ্চায়েতের প্রধান দিব্যেন্দু চ্যাটার্জ্জীর সঙ্গে কথা বলেন। দিব্যেন্দু বাবু জল অপচয় রুখতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান।

Related Articles

Back to top button