ভাইরাল & ভিডিও

জঙ্গল থেকে বেরিয়ে এল দুই মাথা বিশিষ্ট বিরল প্রজাতির সাপ, চাঞ্চল্যকর ভিডিও ভাইরাল

প্রবাদ বাক্যে বহু বার শুনলেও এবারে রিয়েল লাইফে দেখতে পাওয়া গেল দুমুখো সাপ

Advertisement
Advertisement

আমরা সকলেই জানি পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ জীব মানুষ। কিন্তু পৃথিবীতে আরও বেশকিছু জীবজন্তু আছে যারা এই পৃথিবীর ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। একদিকে যেমন রয়েছে মানুষের অন্যতম ভালো বন্ধু প্রাণী কুকুর, তেমনি আছে বিভিন্ন ছোট খাটো পাখি জাতীয় আরো অনেক কিছু। কিন্তু, মানুষ হোক কিংবা অন্যান্য জীব জন্তু তারা একটি প্রাণীকে কিন্তু প্রায় সকলেই ভয় করে থাকে।

Advertisement
Advertisement

এই প্রাণীটির নাম হল সাপ। আমরা সকলেই সাপের নাম শুনে ভয়ে শিউরে উঠি। বনাঞ্চল কেটে সাফ করে দেওয়ার ফলে সাপের বসতি কিন্তু বর্তমানে বেশ সংকটের। তাই অনিচ্ছাকৃতভাবেই তারা কিন্তু ঢুকে পড়েছে গ্রামাঞ্চলে। কারণ বাঁচার জন্য তাদের খাবার দাবারের প্রয়োজন এবং বনাঞ্চল কেটে দেওয়ার ফলে তাদের খাবারের পরিমাণ কিন্তু খুব কমে গিয়েছে।

Advertisement

কিন্তু আমরা সাধারণত এমন ধরনের সাপ দেখে থাকি সেগুলো একটি করে মুখ আছে। আমরা বিভিন্ন ধরনের জলাশয় থেকে জলঢোঁড়া সাপ দেখি। কখনও কখনও আমরা নিজের জীবনে কেউটে, লাউডগা, গোখরো জাতীয় সাপ অনেকে দেখেছে। কিন্তু আপনারা কি কোনদিন দুমুখো সাপ দেখেছেন? প্রবাদ বাক্যে আমরা দুমুখো সাপ এর ব্যাপারে অনেকবার শুনেছি কিন্তু রিয়েল লাইফে দুমুখো সাপ দেখা যায় বলে কিন্তু আমরা তেমন ভাবে কোনদিন জানতাম না।

Advertisement
Advertisement

তবে সোশ্যাল মিডিয়ার দৌলতে এবারে আমরা দেখতে পেয়েছি একটি বিরল প্রজাতির দুটো মাথা বিশিষ্ট সাপ। উড়িষ্যার কেওনঝড় জেলার দেহেন কিকোটে বনাঞ্চল থেকে এই দুই মুখ বিশিষ্ট সাপের সন্ধান আমরা করতে পেরেছি। ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে বর্তমানে ঝড়ের বেগে ভাইরাল হতে শুরু করেছে। আর হবে নাই বা কেন, এরকম একটা অদ্ভুত ধরনের সাপ কেউ তো এর আগে কখনো দেখেনি।

Advertisement

Related Articles

Back to top button