বলিউডবিনোদন

দূরদর্শন ফিরিয়ে আনছে নব্বইয়ের দশকের ধারাবাহিক ‘রামায়ণ’, শুরু আজ থেকে

Advertisement
Advertisement

কৌশিক পোল্ল্যে: আশি কিংবা নব্বইয়ের দশকে দুরদর্শন টিভিতে ‘রামায়ন’ দেখে বড় হননি এমন মানুষ বোধহয় ভারতবর্ষে খুবই বিরল। তখন ওই একটিমাত্র সরকারি চ্যানেল পরিষেবাই ছিল দর্শকদের একমাত্র সম্বল। শোনা যায়, সেকালে সকলের বাড়িতে টেলিভিশন ছিল না, তাই পাড়ার বহু মানুষ এই ‘রামায়ন’ দেখতেই ভিড় জমাতেন প্রতিবেশীর বাড়িতে। বালক থেকে বৃদ্ধ সকলেই দল বেঁধে বসে জমিয়ে উপভোগ করতেন ভারতীয় প্রাচীন মহাকাব্যের সেই চিরাচরিত কাহিনী।

Advertisement
Advertisement

ধারাবাহিকের প্রাচীন ও কালজয়ী রূপ আবারো ফিরতে চলেছে ছোটপর্দায়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভরেকর শুক্রবার ট্যুইট করে এই আনন্দ সংবাদটি সকলের সঙ্গে ভাগ করে নেন। তিনি এও জানান আজ অর্থাৎ ২৮ শে মার্চ থেকেই সম্প্রচারিত হবে এই ধারাবাহিকটি।

Advertisement

মাননীয় মন্ত্রী এও জানান, করোনা ভাইরাসের কারনে দুরদর্শনের বহু অনুষ্ঠানই সাময়িকভাবে বন্ধ রয়েছে। সেই ফাঁকা টাইমের স্লটগুলি পূরন করতে দর্শকদের অনুরোধেই ‘রামায়ন’ পুঃনসম্প্রচার করার সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার সকাল ন’টা থেকে দশটায় এর প্রথম পর্ব সম্প্রচারিত হবে এরপর আবারো রাত ন’টা থেকে দশটার মধ্যে রামায়নের পর্ব দেখতে পারবেন দর্শকরা।

Advertisement
Advertisement

১৯৮৭ সালে প্রথমবারের জন্য টেলিভিশনে সম্প্রচারিত হওয়া রামায়নের রাম, সীতা ও লক্ষনের ভূমিকায় অভিনয়কারী কিংবদন্তী স্টারকাস্ট অরুন গোভিল, দীপিকা চিকালিয়া এবং সুনীল লাহিড়ী সদ্যই কপিল শর্মার কমেডি শো এ এসেছিলেন। সেই মেজাজকেই তরতাজা রাখতে রামায়নই ইন্ধন জোগাবে।

Advertisement

Related Articles

Back to top button