জীবনযাপনসম্পর্ক

নিজের প্রেমিককে চিনবেন কিভাবে?

Advertisement
Advertisement

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : একটা সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের ভিত্তিতে। যেকোনো সম্পর্কে বিশ্বাস না থাকলে সে সম্পর্ক টিকে না। বিশ্বাস ছাড়া সম্পর্কের ভিত নড়বড়ে হয়ে যায়। আপনার কি কখনো মনে হয় আপনার প্রেমিক বারবার কোন কথা লুকোচ্ছে বা মিথ্যা কথা বলছে। জেনে নিন কিভাবে চিনবেন প্রেমিককে:

Advertisement
Advertisement

১) কথা রাখে না: কোনো কাজ করার কথা দিয়ে যদি সেই কাজটি না করেন। আর এটি যদি ঘন ঘন হয় তাহলে বুঝবেন সে আপনাকে মিথ্যে বলছে।

Advertisement

২) অতিরঞ্জিত করে: মিথ্যাবাদী মানুষের একটি বড় লক্ষণ হল কোনো কিছুকে অতিরঞ্জিত করে তোলা। কোন ঘটনা যেমন ঘটেছে তা না বলে বাড়িয়ে বললে বুঝতে হবে যে সে মিথ্যা বলছে।

Advertisement
Advertisement

৩) কোথায় রয়েছে ঠিকমতো জানায় না: আপনার প্রেমিক কোথায় রয়েছে, বারবার সেই কথাটি লুকিয়ে গেলে বা না বলতে চাইলে জানবেন সে মিথ্যা বলছে।

৪) অস্বীকার করা: সবকিছুকে অস্বীকার করে এসব মানুষদের এড়িয়ে চলুন।

৫) ছুতো দেখায়: আপনার প্রেমিক যদি সব সময় আপনাকে ছুতো দেখায়। যেমন সে কোনো কাজে ব্যস্ত ছিল বা রাস্তায় জ্যাম ছিল। এরকম প্রায়ই ঘটলে সতর্ক হোন।

Advertisement

Related Articles

Back to top button