দেশনিউজ

পৃথিবীতে আসতে চলেছে ভিনগ্রহের প্রাণীরা, ভিডিও ফাঁস পেন্টাগনের

×
Advertisement

আনআইডেন্টিফায়েড ফ্লায়িং অবজেক্ট বা UFO নিয়ে আমাদের আগ্রহের অন্ত নেই। সত্যিই ভিনগ্রহের কোনো প্রাণী আছে কিনা বা থাকলেও তারা পৃথিবীর উপরে এসেছে কিনা এই নিয়ে কমবেশি আমাদের সকলেরই আগ্রহ আছে। এই বিষয়ে দীর্ঘ সময় ধরে চলছে নানা বিতর্ক। এই বিতর্কই আবার উসকে দিলো মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। সোমবার UFO নিয়ে একটি ভিডিও পেন্টাগন প্রকাশ করে পেন্টাগন।

Advertisements
Advertisement

ভিডিও তিনটিতে দেখা যাচ্ছে মার্কিন নৌবাহিনীর পাইলটরা UFO এর মুখোমুখি হয়েছেন। পেন্টাগন এই ভিডিও গুলি প্রকাশ করে জানিয়েছে, তারা এই ভিডিও গুলি প্রকাশ করলো কারণ তারা চায়না মানুষের মনে UFO নিয়ে কোনো ভুল ধারণা থাকুক। প্রকাশিত ভিডিও গুলি অস্পষ্ট হলেও প্রকাশ করেছে পেন্টাগন। এর আগে পৃথিবীর অনেক দেশের বিজ্ঞানীরাই দাবি করেছিলেন তাঁরা ভিনগ্রহের প্রাণীদের দেখেছেন। কিন্তু পেন্টাগন কখনোই এমন দাবি করেনি। এবার তারাই UFO এর ভিডিও প্রকাশ করলো।

Advertisements


ভিডিও প্রকাশ করে পেন্টাগন জানিয়েছে, “ভিডিও গুলি খুব পরিষ্কার নয়, কিন্তু এগুলো পেন্টাগনের ক্যামেরায় ধরা পড়েছে। এগুলি সন্দেহজনক ভিডিও। আমরা খতিয়ে দেখছি ব্যাপারটা। মানুষের মনে UFO নিয়ে যাতে কোনো ভুল ধারণা না তৈরি হয় তাই আমরা এই ভিডিওগুলি প্রকাশ করলাম।”

Advertisements
Advertisement

Related Articles

Back to top button