জ্যোতিষ

Vastu Tips: ভুল করেও বাড়িতে এই 5টি জায়গায় তুলসি গাছ রাখবেন না, সুখ-সমৃদ্ধি কেড়ে নেবে

বাড়ির সুখ-সমৃদ্ধি বজায় রাখতে তুলসী গাছের গুরুত্ব অপরিসীম। তাই তুলসী মাতাকে কখনই অবহেলায় রাখা উচিত নয়।

Advertisement
Advertisement

হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে তুলসী গাছের গুরুত্ব অপরিসীম। হিন্দুদের এমন কোন বাড়ি পাওয়া যাবে না, যেখানে তুলসী মাতার পূজা হয় না। তবে তুলসী মাতার পূজা এবং তুলসী গাছ স্থাপনের বিশেষ কিছু নিয়ম রয়েছে। যে নিয়ম গুলো মেনে তুলসী গাছ স্থাপনার জন্য পরামর্শ দিয়ে থাকেন আচার্যরা। আমরা আপনাদের বলি, বাড়ির সুখ-সমৃদ্ধি বজায় রাখতে তুলসী গাছের গুরুত্ব অপরিসীম। তাই তুলসী মাতাকে কখনই অবহেলায় রাখা উচিত নয়। আজ আমরা আপনাদের জানাতে চলেছি বাড়ির এমন ৫ স্থান সম্পর্কে, যেখানে কখনই তুলসী গাছ লাগানো উচিত নয়-

Advertisement
Advertisement

১. নোংরা স্থানে: মনে রাখবেন, তুলসী মাতা সর্বদা পূজনীয়, তাই ভূলেও কখনও তুলসী গাছ নোংরা স্থানে রোপণ করা উচিৎ নয়।

Advertisement

২. রৌদ্র উজ্জ্বল স্থান নির্বাচন: বিশেষজ্ঞরা সর্বদা বলেন, তুলসী গাছের পাতা সবসময় সবুজ রাখার জন্য। যে কারণে তুলসী গাছ কখনই ছায়া যুক্ত স্থানে লাগানো উচিত নয়।

Advertisement
Advertisement

৩. গনেশ ঠাকুরের সামনে: তুলসী গাছের স্থাপনের সময় মনে রাখতে হবে, মাতা তুলসী একদা গণেশ ঠাকুরকে অভিশাপ দিয়েছিলেন। তাই ভুলেও কখনও গণেশ ঠাকুরের সামনে তুলসী গাছ স্থাপন করবেন না।

৪. বাড়ির ছাদে: তুলসী গাছের স্থাপনের সময় কখনও বাড়ির ছাদ নির্বাচন করবেন না। তবে খুব শীঘ্রই আপনার বাড়িতে দারিদ্রতা নেমে আসবে।

৫. ভোলানাথের সামনে: মনের ভুলেও কখনও ভোলানাথের ফটো বাম মূর্তির সামনে তুলসী গাছ স্থাপন করবে না।

Advertisement

Related Articles

Back to top button