ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

ভুল করেও করবেন না এই কাজ, ফাঁকা হয়ে যেতে পারে অ্যাকাউন্টের টাকা, জানুন

Advertisement
Advertisement

অরূপ মাহাত: করোনা ভাইরাস জনিত লকডাউনের কারণে এক সংকটময় পরিস্থিতির মধ্যে দিয়ে এগোচ্ছে সারা দেশ ৷ এর মধ্যেই আবার আশঙ্কা বাড়িয়েছে সাইবার হামলার ঘটনা। এ বিষয়ে সিবিআই ও একাধিক ব্যাঙ্কের পক্ষ থেকে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে গ্রাহকদের৷ এবার সাইবার হামলার বিষয়ে গ্রাহকদের সতর্ক করল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি)৷ নিজেদের অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডলে পিএনবি জানিয়েছে যে, সামান্য ভুলের জন্য সমস্ত টাকা গায়েব হয়ে যেতে পারে গ্রাহকদের একাউন্ট থেকে৷ একইসঙ্গে, গ্রাহকদের ম্যাসেজ পাঠিয়ে সতর্ক করেছে পিএনবি কর্তৃপক্ষ৷ ফেক ইমেল আইডি-র বিষয়ে গ্রাহকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে৷ অবশ্য, সরকারের পক্ষ থেকে আগেই সাইবার হামলার বিষয়ে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল৷

Advertisement
Advertisement

অফিশিয়াল ট্যুইটার একাউন্টে পিএনবি কর্তৃপক্ষ জানিয়েছে যে, দেশের বিভিন্ন শহরে এই সাইবার হামলার আশঙ্কা রয়েছে৷ [email protected] নামে একটি ফেক ই-মেল আইডি থেকে সাধারণ মানুষকে মেল পাঠিয়ে বিনামূল্যে কোভিড টেস্ট করানোর জন্য একটি নির্দিষ্ট লিঙ্ক পাঠানো হচ্ছে৷ এই ধরনের কোনও ইমেল থেকে পাঠানো লিঙ্কে ক্লিক না করার পরামর্শ দিয়েছে পিএনবি৷

Advertisement

এই সমস্ত লিঙ্কে ক্লিক করলেই গ্রাহকদের মোবাইলে থাকা সমস্ত তথ্য হাতিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করে দিতে পারে হ্যাকাররা৷ সূত্রের খবর, ইতিমধ্যে লক্ষ লক্ষ ভারতীয় নাগরিকের ই-মেল আইডি জোগাড় করে ফেলেছে মেল পাঠাতে শুরু করেছে হ্যাকাররা৷ দিল্লি, মুম্বই, হায়দরাবাদ, চেন্নাই ও আহমেদাবাদ এলাকার ব্যাঙ্ক গ্রাহকরা হ্যাকারদের টার্গেটে রয়েছে বলে জানিয়েছে পিএনবি-র আধিকারিকরা৷

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button