JMB জঙ্গিদের দ্বারা ভোট জিততে চাইছে তৃণমূল কংগ্রেস। মালদহে ‘চায় পে চর্চা’র মঞ্চে এমন বিতর্কিত মন্তব্যই শোনা গেল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মুখে। এই মন্তব্যকে ঘিরে আবারও উঠেছে রাজনৈতিক মহলে সমালোচনার ঝড়। একসাথে বিজেপির রাজ্য সভাপতি তীব্র নিন্দা করেছে তৃণমূল এবং বামেদের।
প্রসঙ্গত উল্লেখ্য, কয়েকদিন আগে বীরভূমে পাইকর এলাকা থেকে জেএমবির জঙ্গি সন্দেহে নাজিবুল্লাহ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। ধৃতের মোবাইল পাওয়া গিয়েছে প্রোটেকটিভ চ্যট। সেই চ্যাট ডিকোড করার চেষ্টা করছেন গোয়েন্দারা। সন্দেহভাজন এই জঙ্গির সাথে কাদের সম্পর্ক ছিল, তা জানার চেষ্টা করছে কলকাতা পুলিশ। কেবল তাই নয়, গোয়েন্দারা পেয়েছেন একটি অভিন্ন ম্যাপও। একদিন বাংলা এবং অন্যদিকে বাংলাদেশকে মিলিয়ে প্রস্তুত করা হয়েছে সেই ম্যাপ।
মঙ্গলবার তথা আজ বাংলাদেশের সীমান্তবর্তী জেলা মালদহে চায়ে পে চর্চাতে যোগদান করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখানে তিনি বলেন,”কেন্দ্রীয় সরকারের কড়াকড়ির জন্য সারা দেশে প্রায় জঙ্গি নেই বললেই চলে। কিন্তু পশ্চিমবঙ্গে ধরা পড়ছে একের পর এক জঙ্গি। কেন্দ্রীয় সরকারকে সীমান্ত কাঁটাতার বেড়া দিতে দিচ্ছেনা রাজ্য সরকার। বাংলাদেশ থেকে এই দিকে আসছে লক্ষ লক্ষ রহিঙ্গা। তাদের আশ্রয় দেওয়ার জন্যই করা হচ্ছে এই ব্যবস্থা। রাজ্য সরকার চায়, এই জেএমবি জঙ্গিরা এখানে আসুক এবং উৎপাত করুক। তৈরি করুক এক ভয়ের পরিবেশ। তারাই টিএমসিকে জেতাবে।”
এই সব কেবল অস্বীকারই নয়, এই বক্তব্যের তীব্র নিন্দা করেছেন সাংসদ সৌগত রায়। তার পাল্টা বক্তব্য,”সীমান্ত রক্ষা করা এবং কাঁটাতার বেড়া দেওয়া কেন্দ্রীয় সরকারের কাজ। সেখানে রাজ্য কিছু করতে বা বলতে পারেনা। আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছেন দিলীপ বাবু। ভোটের আগে বাংলার আবহাওয়া অনেকটাই বিষাক্ত করে তুলেছেন তিনি।”