Today Trending Newsনিউজপলিটিক্সরাজ্য

জল্পনার হল অবসান, হলদিয়ার অনুষ্ঠানে থাকবেন না দেব, সৌমিত্রকে দিলেন টুইটের মাধ্যমে উত্তর

সৌমিত্রের (Soumitra Kha) টুইটের জবাব দিয়ে সমস্ত জল্পনার অবসান করলেন দেব (Dev) 

Advertisement
Advertisement

অবশেষে জল্পনার হল অবসান। হলদিয়ার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না ঘাটালের তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব (Dev)। বুধবার তথা আজ গেরুয়া শিবিরের সাংসদ সৌমিত্র খাঁ এর কথাকে সরাসরি নাকচ করে এমনটা জানিয়ে দিয়েছেন তৃণমূল সাংসদ দেব। এই অনুষ্ঠানে থাকতে পারবেন না বলে সৌমিত্র খাঁ এর কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন দেব।

Advertisement
Advertisement

বলা বাহুল্য, ৭ তারিখ হলদিয়াতে এক প্রকল্পের শিলান্যাস এবং দুটি প্রকল্পের শুরু করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ( Narendra Modi)। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং রাজ্যপাল জগদীপ ধনখড় ও (Jagdeep Dhankhar)। একই সাথে আমন্ত্রণ জানানো হয়েছিল তিনজন তৃণমূল সাংসদকে ও। তারা হলেন শিশির অধিকারী, দেব এবং দিব্যেন্দু অধিকারী। এই পর্যন্ত অনেকটা ঠিক ছিল সমস্ত বিষয়। কিন্তু গেরুয়া শিবিরের সাংসদ সৌমিত্র খাঁ -এর এক টুইটে উষ্ণতা বেড়েছে রাজনৈতিক মহলে। এইদিন টুইটে তিনি লেখেন,”হলদিয়ায় নরেন্দ্র মোদির সাথে দেখা যাবে দেব এবং শিশির অধিকারীকে।

Advertisement

তারপরেই বিজেপি সাংসদের উদ্দেশ্যে দেব লেখেন,”‌আপনার রাজনৈতিক জীবনের যাত্রা ও সাফল্য দেখে আমার সত্যিই গর্ব হয়। তবে আমন্ত্রণ পেয়েও ওই অনুষ্ঠানে থাকতে না পারার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হওয়া সত্ত্বেও আপনার প্রতি আমার বিশেষ ভালোবাসা ও শ্রদ্ধা রয়েছে।”

Advertisement
Advertisement

এখানেই থামেননি দেব। টুইটের মাধ্যমে তিনি আরও লেখেন,”‌আমাদের রাজনৈতিক ভাবনাচিন্তা একেবারে আলাদা, তবে আমরা আগে একই দলে থাকার সময় যে সুন্দর সময় কাটিয়েছি, তা আমি এখনও স্মরণ করি। এই অনুষ্ঠানের জন্য আমার শুভ কামনা রইল। শুভ কামনা রইল আপনার এবং আপনার দলের প্রতিও।” এভাবেই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মাঝেও দেব দেখান সৌজন্য। আর তার এই টুইটে অবসান ঘটে সমস্ত জল্পনার।

Advertisement

Related Articles

Back to top button