দেশনিউজ

বঞ্চিত বাংলার কৃষকরা! বন্ধ করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়! এবার কি করবেন কৃষকরা?

Advertisement
Advertisement

এর আগে কেন্দ্রীয় প্রকল্প আয়ুষ্মান ভারতের সাথে যুক্ত হয়নি পশ্চিমবঙ্গ। এবার আরেক কেন্দ্রীয় প্রকল্প প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি যোজনাতেও সামিল হল না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। যাকে কেন্দ্র করে কেন্দ্র-রাজ্য সংঘাত চরমে পৌঁছেছে। এই নিয়ে বুধবার নয়াদিল্লিতে উষ্মাপ্রকাশ করেন প্রকাশ জাভড়েকর। রাজ্যের বিজেপি সাংসদ দিলীপ ঘোষও রাজ্য সরকারের বিরুদ্ধে কৃষকদের বঞ্চনা করার অভিযোগ আনেন। পশ্চিমবঙ্গ সরকার যদিও জানিয়েছে, কৃষকদের সহায়তায় রাজ্যের নিজস্ব প্রকল্প চালু রয়েছে। শুধু তাই নয়, কেন্দ্র সরকার গোটা দেশে ৫ শতাংশ কৃষককেও সুবিধা দিতে পারেনি বলে অভিযোগ রাজ্যের।

Advertisement
Advertisement

পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পে সামিল না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গ সরকারের এই সিদ্ধান্তের জেরে বঞ্চিত হবেন রাজ্যের কৃষকরা।’ একই সাথে তিনি জানান, প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি যোজনায় তিনটি কিস্তিতে বছরে মোট ৬ হাজার টাকা করে পান কৃষকরা। ইতিমধ্যে ৬ হাজার কৃষক উপকৃতও হয়েছেন এই প্রকল্পে। প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি যোজনায় আধার কার্ড সংযুক্তিকরণের সময়সীমা বাড়ানো হবে বলেও এদিন জানান তিনি।

Advertisement
Advertisement

Related Articles

Back to top button