Today Trending Newsদেশনিউজ

রেকর্ড শীত দিল্লীতে, ২.৪ ডিগ্রি সেলসিয়াসে নামল তাপমাত্রা

Advertisement
Advertisement

সমগ্র উত্তরভারত জুড়ে চলছে তীব্র শৈত্যপ্রবাহ। বাদ নেই রাজধানী দিল্লিও। শনিবার সকালে দিল্লিতে মরসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২.৪ ডিগ্রি সেলসিয়াস। যা এই মরসুমের সর্বনিম্ন। রাজধানীতে এরকম ঠান্ডা আরও দুদিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দি ইন্ডিয়া মেটেরলজিকাল ডিপার্টমেন্ট (আইএমডি) জানিয়েছে আজ সকাল ৬ টা ১০ মিনিটে রাজধানীর তাপমাত্রা ২.৪ ডিগ্রি রেকর্ড করা হয়েছে, যা ছিল এখনো এই মরসুমের সর্বনিম্ন। তীব্র ঠান্ডার সাথে ঘন কুয়াশায় ঢেকে গেছে রাজধানী। আবহাওয়া দপ্তর জানিয়েছে ঘন কুয়াশায় দৃশ্যমানতা মাত্র ১৫০ মিটারে ঠেকেছে।

Advertisement
Advertisement

আইএমডি জানিয়েছে, দিল্লিতে আগামী ২৯ শে ডিসেম্বর পর্যন্ত এরকম শৈত্যপ্রবাহ চলবে। ২৯ তারিখের পর থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকবে। যখন সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৬.৪ ডিগ্রি সেলসিয়াস কম থাকে অথবা রাতের তাপমাত্রা ৪.৫ ডিগ্রি সেলসিয়াসের কম থাকে তখন সেই সময়টাকেই তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে গণ্য করা হয়। আবহাওয়া দপ্তরের মতে এই তীব্র শীতের কারণে এবং কুয়াশার ঘনত্ব বৃদ্ধি দিল্লির বায়ুর গুণমানকে আরও খারাপ করবে।

Advertisement

আরও পড়ুন : বৃষ্টিময় হতে পারে নববর্ষ, ১০ ডিগ্রীর নীচে পারদ নামল রাজ্যে

Advertisement
Advertisement

এদিকে প্রবল শীতে কাবু রাজ্যের মানুষও। নিম্নচাপের কারণে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও তাপমাত্রা যথেষ্টই কম। অলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে শনিবার অর্থাৎ আজকের দুপুরের পর থেকে মেঘ কেটে গেলে আরও ঠান্ডা বাড়বে। বছরের শেষে প্রবল ঠান্ডায় কাবু হবে রাজ্যের মানুষ। কলকাতায় আজ সকালে তাপমাত্রা রেকর্ড করা হয় ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। তবে নতুন বছরের শুরুতেই আবার কমবে শীত বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

Advertisement

Related Articles

Back to top button