দেশনিউজ

বেজে গেল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিদায় ঘণ্টা

Advertisement
Advertisement

প্রীতম দাস, নিজস্ব প্রতিনিধি: বেজে গেলো দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিদায় ঘণ্টা! হ্যাঁ এখন এই প্রশ্নটা পার্টির অন্দরে ও রাজনৈতিক মহলে চর্চিত হচ্ছে আর এর প্রধান কারণ হলো, ২০১৯ এর হরিয়ানা বিধানসভা ফলাফল। এবারের হরিয়ানা বিধানসভা ভোটে তাদের দলের হয়ে মোট ৪৬ জন প্রার্থী দাড়িয়েছিল এবং ভোটের ফলাফল বেরোনোর পর দেখা যায় ৪৬ জন প্রার্থী গোহাড়া হেরে গেছেন তাদের কেন্দ্রে।

Advertisement
Advertisement

শুধু তাই নয়, আম আদমি পার্টির গড় ভোট যেখানে ০.৪৮ শতাংশ সেখানে নোটার গড় ভোট ০.৫২ শতাংশ অর্থাৎ আম আদমি পার্টির গড় ভোট নোটা এর থেকেও কম ছিল। যদিও হরিয়ানা রাজ্যে আম আদমি পার্টির শক্তি দিল্লির মত মজবুত না হলেও সেখানে তাদের প্রার্থীদের এমন বেহাল দশা হওয়াতে বিতর্কের সৃষ্টি হয়েছে।

Advertisement

আর সব থেকে বড়ো কথা হলো অরবিন্দ কেজরিওয়াল নিজে আসলে হরিয়ানা রাজ্যের বাসিন্দা। হরিয়ানা রাজ্যের এই ফল আরো বিশেষ করে আম আদমি পার্টির সরকারকে ভাবাচ্ছে কারণ কয়েক মাস বাদে দিল্লির বিধানসভা নির্বাচন , তার আগে এমন ফলাফল যে যথেষ্ট চিন্তার কারণ সে ব্যাপারে সন্দেহ নাই!

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button