ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

বদলে যাচ্ছে কার্ড ব্যবহারের নিয়ম, ১ অক্টোবর থেকে পেমেন্টের নিয়ম বদলে যাবে

বদলে যেতে চলেছে ক্রেডিট এবং ডেবিট কার্ড সংক্রান্ত সমস্ত নিয়ম

Advertisement
Advertisement

বর্তমানে প্রায় সব মানুষের কাছেই হয় ডেবিট কার্ড না হলে ক্রেডিট কার্ড রয়েছে। এই মুহূর্তে ভারতের ৪০ থেকে ৫০ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের মধ্যে কোন একটি কার্ড ব্যবহার করে থাকেন। এই সমস্ত কার্ড সম্পর্কিত যেকোন আপডেট সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী ১ অক্টোবর থেকেই কার্ড সংক্রান্ত নিয়ম পরিবর্তন আনতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

Advertisement
Advertisement

এক অক্টোবর থেকে ব্যাংকিং সেক্টর সংক্রান্ত নিয়মে বড়সড় পরিবর্তন আনতে চলেছে আর বি আই। আরবিআই এ সংক্রান্ত নিয়ম ইতিমধ্যেই পরিবর্তন করে ফেলেছে বলে জানা যাচ্ছে। আগামী মাসের শুরু থেকেই আরবিআই কার্ডের টোকেনাইজেশন সংক্রান্ত নিয়মে পরিবর্তন আনতে চলেছে। আরবিআই এর পক্ষ থেকে জানানো হয়েছে টোকেনাইজেশন সিস্টেমে এই পরিবর্তনের পর থেকে কার্ডধারীরা অনেক বেশি পরিমাণে সুবিধা এবং নিরাপত্তা পেয়ে যেতে চলেছেন। কার্ড ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকদের অভিজ্ঞতা আরো ভালোভাবে বলে জানিয়েছেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস।

Advertisement

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফ থেকে জানানো হচ্ছে ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড এর মাধ্যমে হওয়াল লেনদেন আরো সুরক্ষিত করতে এই পদক্ষেপ নিয়েছে আরবিআই। এর আগে একাধিকবার ক্রেডিট এবং ডেবিট কার্ড সংক্রান্ত জালিয়াতির ঘটনার সামনে এসেছে। নতুন নিয়ম চালু হয়ে যাওয়ার পর গ্রাহকরা অনলাইনে এবং কার্ডের মাধ্যমে লেনদেন করতে পারবেন খুবই সহজে। এছাড়াও ব্যবহারকারীর তথ্য অত্যন্ত সুরক্ষিত অবস্থায় থাকবে।

Advertisement
Advertisement

নতুন কার্ডের নিয়ম একাধিক পরিবর্তন আসতে চলেছে। নতুন টোকেন সিস্টেমের আওতায় কার্ডের সমস্ত তথ্য বদলে যাবে টোকেনে। এর ফলে কোন শপিং ওয়েবসাইট কার্ডের কোন তথ্য পাবে না আর যে তথ্য পাবে সেটা হবে সম্পূর্ণ টোকেন আকারে। এর ফলে কার্ডের লেনদেন অনেক বেশি সুরক্ষিত হবে। সর্বোপরি এই নতুন নিয়মের জন্য কোন রকম অতিরিক্ত খরচ করতে হবে না গ্রাহকদের।

Advertisement

Related Articles

Back to top button