দেশনিউজরাজ্য

কেন্দ্রীয় কর্মীদের জন্য সুখবর, ৩১ শে জানুয়ারি তারা পাবেন বছরের সবচেয়ে বড় উপহার, জানুন আপডেট

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বর্তমানে একটা দারুণ ঘোষণা আসতে চলেছে

Advertisement
Advertisement

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য এবারে দারুন খবর। ৩১শে জানুয়ারির পর থেকে একটা দারুন সুখবর পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। মহার্ঘ ভাতায় নতুন পরিসংখ্যান প্রকাশ করা হতে চলেছে এই ৩১শে জানুয়ারি তারিখে। এরপরে ২০২৪ সালের জানুয়ারি থেকে কর্মীরা কত করে মহার্ঘ ভাতা পাবেন সেটা নিশ্চিত হয়ে যাবে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ৫০ শতাংশ মহার্ঘ ভাতা হয়ে যাবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। কারণ যেভাবে AICPI ইনডেক্স চলছে, তাতে মহার্ঘ ভাতা এক ধাক্কায় ৪ শতাংশ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। খুচরো এবং পাইকারি মূল্য স্ফীতি যেভাবে এগিয়েছে তাতে খুব শীঘ্রই মহার্ঘভাতার পরিসংখ্যান পরিবর্তন হতে চলেছে।

Advertisement
Advertisement

১ জানুয়ারি ২০২৪ থেকে সরকারি কর্মচারীরা ৫০ শতাংশ মহার্ঘ ভাতা পেয়ে যাবেন। তবে ৫১ শতাংশ মহার্ঘ ভাতা পাওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছেনা। ডিসেম্বরের AICPI সূচক এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি। যদি সূচকের বৃদ্ধি হয় তাহলে জানুয়ারিতে ৫০.৫২ শতাংশ হয়ে যেতে পারে এই AICPI সূচকটি। এর ভিত্তিতেই ৫০ শতাংশ মহার্ঘ ভাতার পরিবর্তে ৫১ শতাংশ মহার্ঘ ভাতা পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। চার শতাংশ মহার্ঘ ভাতা বাড়বে, সেটা একেবারে নিশ্চিত। তবে পাঁচ শতাংশ ভাতা কিন্তু বাড়তে পারে।

Advertisement

কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা গণনার যে ডেটা এসেছে, তাতে ইতিমধ্যেই নভেম্বর ২০২৩ এর জন্য ডেটা প্রকাশিত হয়েছে। এখানে সূচক ০.৭৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ফলে মহার্ঘ ভাতার স্কোর যে ০.৬০ শতাংশ বৃদ্ধি পাবে সেটুকু নিশ্চিত। অর্থাৎ, সেই নিরিখে দেখতে গেলে ৪৯.৬৮ শতাংশ হয়ে যাবে মহার্ঘ ভাতা। এই সংখ্যা নিশ্চিত করে যে আগামী দিনে কেন্দ্রীয় কর্মীরা ৫০ শতাংশ মহার্ঘ ভাতা পাবেন। তবে, ৫ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অন্যদিকে আবার যদি ২০২৪ সালের জানুয়ারি থেকে ৫০ শতাংশ মহার্ঘ ভাতা পেয়ে থাকেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা, তাহলে মহার্ঘ ভাতার পরিমাণ শূন্য হয়ে যাবে। আবার সেই ৫০ শতাংশ মহার্ঘ ভাতা কোন একজন কেন্দ্রীয় কর্মচারীর বেসিক স্যালারির সঙ্গে যুক্ত হয়ে যাবে। তারপরে শুরু হবে হিসেব।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button