বলিউডবিনোদন

ফের মুম্বাইয়ে নতুন করে মুক্তি পেল ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’

Advertisement
Advertisement

দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ থেকে আবার খুলল মুম্বইয়ের বিখ্যাত সিনেমা হল মারাঠা মন্দির। সিনেমা হলটিতে আজ আবার নতুন করে অভিনেতা শাহরুখ খান ও অভিনেত্রী কাজল অভিনীত বিখ‍্যাত ফিল্ম ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’। বলিউড ইন্ডাস্ট্রির এই আইকনিক ফিল্মের হাত ধরেই শুরু হল মারাঠামন্দিরের আনলক পর্বের যাত্রা। করোনা পরিস্থিতিতে লকডাউনের জেরে এতদিন বন্ধ ছিল মারাঠা মন্দির। 1958 সালের 16 ই অক্টোবর মুম্বইয়ের মারাঠা মন্দির মার্গে এক হাজার দর্শকাসন নিয়ে মারাঠা মন্দির সিনেমা হলের উদ্বোধন হয়। মাল্টিপ্লেক্সের যুগের সাথে তাল মিলিয়ে চলতে না পেরে সমস্ত সিনেমা হলগুলি যখন বন্ধ হয়ে যাচ্ছে, তখনও মারাঠা মন্দির নিজের খোলনলচে পরিবর্তন করে বিনোদন জগতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।

Advertisement
Advertisement

করোনা পরিস্থিতির কারণে কেন্দ্রীয় নির্দেশ মেনে পঞ্চাশ শতাংশ দর্শকাসন নিয়ে মারাঠা মন্দির সিনেমা হলটি খুলেছে। কিন্তু মহারাষ্ট্র সরকার 30 নভেম্বর অবধি আংশিক লকডাউন ঘোষণা করেছে সম্পূর্ণ মহারাষ্ট্রে। এই কারণে মারাঠা মন্দির হল কর্তৃপক্ষ জানেন, সিনেমা হলে আবারও দর্শক টানতে হলে কোনো চমকের দরকার। বলিউডের আইকনিক ফিল্ম ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’-এর মারাঠা মন্দির প্রেক্ষাগৃহে নতুন করে মুক্তি পাওয়ার থেকে বড় চমক আর কি হতে পারতো! চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ টুইটারে এই খবর শেয়ার করে মারাঠা মন্দির হল কর্তৃপক্ষকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, আজ থেকে আবার সর্বকালের অন্যতম সফল ও দীর্ঘতম চলমান হিন্দি চলচ্চিত্র ‘ডিডিএলজে’ মারাঠা মন্দিরকে সমৃদ্ধ করতে চলেছে।

Advertisement

1995 সালের 20 অক্টোবর যশরাজ ফিল্মসের প্রযোজনায় আদিত্য চোপড়া পরিচালিত ছবি ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ মুক্তি পেয়েছিল। এই ফিল্মে অভিনয় রাজের চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ খান ও সিমরনের চরিত্রে অভিনয় করেছিলেন কাজল। মুক্তির দিন থেকে লাগাতার 25 বছর প্রতিদিন সকাল সাড়ে 11 টায় মারাঠা মন্দির প্রেক্ষাগৃহে চলেছে ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’। গত বছর সেপ্টেম্বর মাসে এই প্রেক্ষাগৃহে ফিল্মটি 1230 সপ্তাহ পূর্ণ করেছে। ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে ‘ সর্বকালের সেরা ভারতীয় ফিল্মের তকমা পেয়েছে সমগ্র পৃথিবীতে। এই ফিল্মটি 10 টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের পাশাপাশি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল। যশরাজ ফিল্মস গত মাসেই ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ মুক্তির পঁচিশ বছর উদযাপন করেছে। এই উপলক্ষ্যে লন্ডনের লেস্টার স্কোয়‍্যারে শাহরুখ-কাজল অভিনীত চরিত্র রাজ-সিমরনের মূর্তি বসানো হবে। ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ ফিল্মে এই লেস্টার স্কোয়‍্যারেই প্রথম দেখা হয়েছিল রাজ ও সিমরনের।

Advertisement
Advertisement

রাজ ও সিমরন এই চরিত্রদুটি ভালোবাসার সর্বকালের সৃষ্টি। ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ নস্টালজিয়া এখনও ভারতীয়দের আপ্লুত করে। এমনকি বারাক ওবামা ভারত সফরে এসে ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’-এর একটি বিখ্যাত ডায়লগ বলেছিলেন, “সেনোরিটা, বড়ে বড়ে দেশোঁ মে….”। তবে তিনি ডায়লগটি সম্পূর্ণ করতঃ পারেননি, তিনি একটু হেসে বলেছিলেন, “ইউ নো হোয়াট আই মিন”। ভারতীয় জনতাও মজা করে হেসে উত্তর দিয়েছিল, “বড়ে বড়ে দেশোঁ মে অ্যায়সি ছোটি ছোটি বাতেঁ হোতা হি রহতি হ্যায়”। এখনও যেন ভারতীয় সিনেমা বিনোদনের ট্রেনে ওঠা ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে ‘-র হাত ধরার জন্য ছুটছে।  ঠিক যেমন ছুটেছিল সিমরন যখন  তার ভালোবাসার মানুষ রাজ চলন্ত ট্রেন থেকে নিজের হাত বাড়িয়ে দিয়েছিল আর সিমরনের বাবা বলেছিলেন “যা, সিমরন যা, জি লে আপনি জিন্দেগী”।

Advertisement

Related Articles

Back to top button