জ্যোতিষ

Horoscope: আজ ৬ই ডিসেম্বর, কোন কোন রাশির সময় ভালো যাবে না

Advertisement
Advertisement

আজ ৬ই ডিসেম্বর (১৭ই অগ্রহায়ণ) সোমবার রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি

Advertisement
Advertisement

মেষ (ARIES): আজ আপনি সৎ কাজে টাকা পয়সা খরচ করতে পারেন। ভালো কাজের জন্য প্রশংসিত হতে পারেন। মন দিয়ে নিজের কাজ করতে থাকুন। দিনটি বেশ ভালোই কাটবে।

Advertisement

বৃষ (TAURUS):আজ আপনি পুরোনো কোনো সমস্যায় সমাধান করতে পারে। মাথা ঠান্ডা রেখে সব সমস্যার সমাধান করার চেষ্টা করুন। মন দিয়ে কাজ করুন। দিনটি বেশ ভালোই যাবে।

Advertisement
Advertisement

মিথুন (GEMINI): আজ আপনি বাতের ব্যথায় কষ্ট পাওয়ার সম্ভাবনা আছে। প্রতিদিন সকালে হাঁটতে বেরোন। বাতের ব্যথার জন্য ভালো কোথাও চিকিৎসা করান।

কর্কট (CANCER): আজ আপনার অফিসে প্রমোশন হতে পারে। ব্যবসায়ে উন্নতি হতে পারে। আজ আপনার উপার্জন বাড়তে পারে। মন দিয়ে কাজ করুন। আজ দিনটি বেশ ভালোই যাবে।

সিংহ (LEO): আজ আপনার দিনটি খুব একটা সুখকর নয়। ব্যবসায়ে নানান রকম জটিলতা দেখা দিতে পারে। ব্যবসায়ে কোনো রকম ক্ষতি হতে পারে। দেখে শুনে কাজ কর্ম করুন।

কন্যা (VIRGO): আজ আপনি বুঝে শুনে কাজ কর্ম করুন। কোনো জিনিস অপচয় হওয়ার সম্ভাবনা আছে৷ মাপ মাফিক কাজ করুন। দিনটি খুব একটা ভালো যাবেনা।

তুলা (LIBRA): আজ আপনার জন্য দিনটি বেশ সুখকর হবে। অনেক দিনের আশা পূরণ হতে পারে। ব্যবসায় গৃহে সর্বত্র শ্রীবৃদ্ধি ও সমৃদ্ধি হতে পার। জীবনে সুখ আসতে পারে।

বৃশ্চিক (SCORPIO): আজ আপনার যানবাহনে বিপদের সম্ভাবনা আছে। আজ আপনি রাস্তায় চোখ কান খোলা রেখে কাজ করুন। নিজের প্রতি যত্নশীল হন। দিনটি খুব একটা ভালো যাবেনা।

ধনু (SAGITTARIUS): আজ আপনি বড় কোনো কাজে সাফল্য নাও পেতে পারেন। সহজে ভেঙে পড়বেননা। মনে সাহস রেখে পুনরায় চেষ্টা করুন। দিনটি খুব একটা ভালো নয়।

মকর (CAPRICORN): আজ আপনার দিনটি বেশ সুখকর নয়। দীর্ঘদিন অসুস্থ থাকলে ফেলে না রেখে ভালো কোথাও চিকিৎসা করান। স্বল্প খরচে চিকিৎসায় বিভ্রাট দেখা দিতে পারে। দেখে শুনে কাজ করুন।

কুম্ভ (AQUARIUS): আজ আপনার দিনটি খুব একটা সুখকর নয়। আজ ধননাশ হওয়ার প্রবল সম্ভাবনা আছে। লটারি, বাজি, জুয়াখেলা থেকে নিজেকে বিরত রাখুন।

মীন (PISCES): আজ আপনার স্ত্রীর সাথে দাম্পত্য কলোহ লেগেই থাকবে। নিজের মাথা ঠান্ডা রাখুন। নিজে থেকে স্ত্রীর সাথে সব ঝগড়া ঝামেলা মিটিয়ে নিন। বেশি ঝগড়াতে ক্ষতি বেশি হতে পারে।

Advertisement

Related Articles

Back to top button