জ্যোতিষ

Horoscope: আজ ২৫শে সেপ্টেম্বর, শনিদেবের কুদৃষ্টি কোন কোন রাশির জন্য খারাপ

Advertisement
Advertisement

আজ ২৫শে সেপ্টেম্বর (৮ই আশ্বিন) শনিবার রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি

Advertisement
Advertisement

মেষ (ARIES): আজ আপনি পুরোনো কোনো সমস্যায় সমাধান করতে পারে। মাথা ঠান্ডা রেখে সব সমস্যার সমাধান করার চেষ্টা করুন। মন দিয়ে কাজ করুন। দিনটি বেশ ভালোই যাবে।

Advertisement

বৃষ (TAURUS): আজ আপনি সাধারণ মানুষের হয়ে কাজ করবেন। জনসেবায় সারাদিন ব্যস্ত থাকবেন। মন দিয়ে নিজের কাজ করুন। পাশাপাশি নিজের খেয়াল রাখতে ভুলবেননা।

Advertisement
Advertisement

মিথুন (GEMINI): আজ আপনি অন্যমনস্ক হয়ে পড়লে কাজে ক্ষতি হওয়ার সম্ভাবনা। অমনোযোগী হবেন না, প্রয়োজনে ধ্যান করুন। দিনটি খুব একটা সুখকর হবেনা।

কর্কট (CANCER): আজ আপনার কোনো সুপ্ত প্রতিভা মানুষের সামনে প্রকাশ পেতে পারে। মন দিয়ে নিজের কাজ করুন। নিজের কার্যে সফলতা পেতে পারেন। দিনটি বেশ ভালোই যাবে।

সিংহ (LEO): আপনার বাড়ি থেকে কিছু জিনিস চুরি হতে পারে। রাস্তাতে পকেটমারের সম্ভাবনা আছে। সাবধানতা অবলম্বন করুন। রাস্তা দিয়ে দেখে শুনে হাঁটা চলাচল করুন।

কন্যা (VIRGO): আজ আপনি নতুন চাকরির ইন্টারভিউতে সাফল্য পেতে পারেন। মন দিয়ে কাজ কর্ম করুন। নতুন কাজে ব্যস্ততা বাড়তে পারে। নতুন চাকরিতে পরিশ্রম করুন।

তুলা (LIBRA): আজ আপনি একজন রমণীর ভালোবাসা পেতে পারেন। ভালোবাসার সঙ্গীর সাথে ভালো সময় কাটান। দিনটি বেশ ভালোই যাবে।

বৃশ্চিক (SCORPIO): আজ আপনার সাথীর সাথে দিনটি বেশ ভালোই কাটবে। আজ আপনার পার্টনারের প্রতি আকর্ষণ বাড়তে পারে। আজ আপনারা রোম্যান্টিক মুডে থাকবেন।

ধনু (SAGITTARIUS): আজ আপনার স্ত্রীর সাথে দাম্পত্য কলোহ লেগেই থাকবে। নিজের মাথা ঠান্ডা রাখুন। নিজে থেকে স্ত্রীর সাথে সব ঝগড়া ঝামেলা মিটিয়ে নিন। বেশি ঝগড়াতে ক্ষতি বেশি হতে পারে।

মকর (CAPRICORN): আজ আপনি কারোর প্রতি খুব তাড়াতাড়ি রেগে যেতে পারেন। মাঝে মাঝে বোকা আচরণ করতে পারবেন। মাথা ঠান্ডা রেখে কাজ করুন। নিজেকে সময় দিন।

কুম্ভ (AQUARIUS): আজ আপনার বাড়ির কোনো সদস্যের সাথে মনোমালিন্য ঘটতে পারে। মাথা ঠান্ডা রেখে সব ঝগড়া ঝামেলা মিটিয়ে নিন। মন শান্ত রাখুন। মন ভালো করার জন্য প্রতদিন যোগাভ্যাস করুন।

মীন (PISCES): আজ কোনো কারণে আপনার মন চঞ্চল হতে পারে। কাছের মানুষকে কোনো কারণে খুব মিস করতে পারেন। মন শান্ত করতে প্রতিদিন নিয়ম করে যোগাভ্যাস করুন।

Advertisement

Related Articles

Back to top button