জ্যোতিষ

আজ ১লা অক্টোবর, জানুন আজকের রাশিফল

Advertisement
Advertisement

সুপ্রভাত। দেখে নেওয়া যাক আজকে কোন রাশির মানুষের ভাগ্যে কী ঘটতে পারে।

Advertisement
Advertisement

মেষ– মানসিক ভাবে ব্যথিত থাকলে নিজেকে নিঃসঙ্গ মনে হতে পারে। তবে নিজের জন্যই নিজেকে আশাবাদী তৈরি করতে হবে। আর্থিক লাভ হতে পারে।

Advertisement

বৃষ– অভিজ্ঞ মানুষের পরামর্শ নিয়ে চলুন। আজ পরিবারের সঙ্গে মানিয়ে চলতে হবে আপনাকে। কোনো রকম বিপত্তি তৈরির পথ করে দেবেন না।

Advertisement
Advertisement

মিথুন– হতাশা জীবনে থাকবে। কিন্তু কাজকর্ম বন্ধ করে হতাশা নিয়ে বসে না থেকে পরিশ্রম করুন। আজ আপনার বিশেষ প্রতিপত্তি লাভের দিন।

কর্কট– কাজে একটু চাপ থাকবে, যার জেরে মানসিক ক্লান্তি থাকবে। বিশ্রাম নিন। আজ ব্যবসায়িক কাজে সাফল্য আসবে।

সিংহ– মানসিক ও শারীরিক সুস্থতার জন্য যোগাসন দিয়ে দিন শুরু করুন। শেয়ার ব্যবসার ক্ষেত্রে ক্ষতির সম্মুখীন হতে পারেন। কোনো প্রয়োজনীয় জিনিস চুরি যাতে না যায়, সেদিকে সতর্ক থাকুন।

কন্যা– রক্তচাপের রোগীরা সতর্ক থাকুন। আপনার উশৃঙ্খল জীবন ও ব্যয়ের কারণে পরিবার উদ্বিগ্ন থাকবে। এর জন্য তাদের বকুনি শুনতে হতে পারে। পুরোনো সম্পর্ক আবার মজবুত করার জন্য শুভ দিন।

তুলা– মন মেজাজ ভালো থাকলেও কাজের চাপে বিরক্তি লাগতে পারে। এরজন্য আপনি কিছু সময় মনের মত কাজ নিয়ে থাকুন। কোনো বিষয়ে আশাহত হলে ভেঙে না পড়ে বাস্তবসম্মত ভাবে এগিয়ে চলুন।

বৃশ্চিক– আপনার বন্ধুবান্ধব আজ কোনোভাবে সাহায্য করে আপনার চিন্তা কমাতে পারে। তবে কোনো শরিকি ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। আপনার ব্যক্তিত্ব আজ আকর্ষণীয় হবে।

ধনু– কল্পনার জগতে না থেকে পরিবারের পরামর্শ মত চলুন, এতেই লাভ হবে। আজ আপনি কোন ভ্রমণে যেতে পারেন। তবে ভ্রমণের সফরে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র কোনোভাবে চুরি বা হারিয়ে না যায় তা নিশ্চিত করুন।

মকর– আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত কোনো মানুষের আশীর্বাদ আপনার জন্য ইতিবাচক হবে। আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে। মন মেজাজ কোনো ভাবে খাপ্পা হয়ে উঠলে নিজের পছন্দ মত সৃজনশীল কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ুন।

কুম্ভ– আজ আপনার ধৈর্য পরীক্ষার দিন। কোনো বড় বিপদ এলেও ধৈর্য ধরে তার মোকাবিলা করতে হবে। কোনো দ্রব্য প্রাপ্তির যোগ রয়েছে।

মীন– অনেক রকম চাপ থাকবে, তবে আপনি খুশি মনে সমস্ত কিছুর মোকাবিলা করবেন। উপার্জন বৃদ্ধি হওয়ার সুযোগ রয়েছে। পরিবারের কোনো পরামর্শ কর্মক্ষেত্রে লাভদায়ক হতে পারে।

Advertisement

Related Articles

Back to top button